Weather Update: বিগত বেশ কয়েকদিন ধরে ভালো রকম গরম অনুভুত হলেও আজ তুলনামূলক কিছুটা ঠান্ডা আবহাওয়া লক্ষ্য করা গেছে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে উত্তুরে হওয়ার দাপটে। তবে আগামীকাল আবার তাপমাত্রা পারদ কিন্তু বেশ খানিকটা চড়বে এবং ৩০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে যেতে পারে দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্র।
অপরদিকে যদি উত্তরবঙ্গের কথায় আসি তাহলে উত্তরবঙ্গে বেশিরভাগ জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে ২৪ থেকে ২৫ ডিগ্রি এর কাছাকাছি অর্থাৎ উত্তরবঙ্গের আবহাওয়া কিন্তু আগামী দিনও মনোরম থাকতে চলেছে। তবে বৃষ্টিপাতের কথা যদি আসি সামনেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বিশেষ করে বলা যায় ১৯ তারিখ থেকেই কিন্তু দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে আমরা বৃষ্টিপাতের আশঙ্কা করছি। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্র বিশেষ করে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। এর অন্যতম কারণ হিসেবে দক্ষিণা হওয়া বৃদ্ধি পাওয়ার কারণে এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে।
হিসাব বলছে প্রায় দুমাস পরে কলকাতা এর ফলে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এবং অপরদিকে উত্তরবঙ্গে আকাশ মেঘলা থেকে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে । মূলত দুপুর থেকে রাতের দিকে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে ১৯ থেকে ২২ শে ফেব্রুয়ারি মাঝামাঝি।
পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরের বিপরীত ঘূর্ণাবর্ত। এই জোড়া সিস্টেমে হবে এই বৃষ্টি। তার মধ্যেমেই শীত বিদায় নেবে বাংলা থেকে। সোমবার রাত থেকে তাপমাত্রা বৃদ্ধি হবে রাজ্যে। উত্তর এবং দক্ষিণে ধাপে ধাপে তাপমাত্রা বৃদ্ধি হবে। মঙ্গলবার থেকেই বাতাসে জলীয় বাষ্পের পরিমান বাড়তে শুরু করবে।
প্রসঙ্গত, কলকাতার রাতের তাপমাত্রা ১৭.৭ থেকে সামান্য কমে ১৭.৩ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে কমে ২৭.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ২৭ থেকে ৯৪ শতাংশ।