আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত পশ্চিমবঙ্গের তাপমাত্রার কোনও হেরফের হবে না। সোমবার যেমন তাপমাত্রা থাকবে, সেরকমই থাকবে তাপমাত্রা। আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা।
মঙ্গলবার উত্তরবঙ্গের পাঁচটি জেলায় (দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার) হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার কলকাতার আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। হালকা কিংবা ভারী আপাতত কোনও রকমের বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
কলকাতা তথা দক্ষিণবঙ্গ থেকে আপাতত বর্ষা বিদায় না হলেও চলতি সপ্তাহে তার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।অন্যদিকে তাপমাত্রা তুলনামূলকভাবে কিছুটা বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা রয়েছে। তবে সপ্তাহ খানেকের মধ্যেই তা কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ, সর্বনিম্ন ৫০ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।
সোমবার মৌসুমী বায়ু পূর্ব উত্তর প্রদেশ, পূর্ব মধ্য প্রদেশের বাকি অংশ, বিহার, ছঝাড়খণ্ড, ছত্তিশগড়, তেলেঙ্গানা, নর্থ ইন্টেরিয়র কর্নাটকের কিছু অংশ থেকে বিদায় নিয়েছে। এছাড়াও মহারাষ্ট্রের বেশিরভাগ এবং এবং আরব সাগরের মধ্যভাগ থেকে বিদায় নিয়েছে মৌসুমী বায়ু।