Weather: সপ্তাহ জুড়ে মেঘের ডাক, ভিজবে রাজ্য

Weather: কলকাতা ও আশপাশের এলাকায় সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে মাঝে মাঝে রোদের ঝলক দেখা যাচ্ছে। তবে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস…

short-samachar

Weather: কলকাতা ও আশপাশের এলাকায় সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে মাঝে মাঝে রোদের ঝলক দেখা যাচ্ছে। তবে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবারেও কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ, সর্বনিম্ন ৮৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় ১৫.৮ মিমি বৃষ্টিপাত হয়েছে।

   

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের তিনটি জেলায় (জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার) ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। দার্জিলিং ও কোচবিহারে ভারী বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

নিম্নচাপটি এই মুহূর্তে অবস্থান করছে দক্ষিণ-পশ্চিম ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর ছত্তিশগড় এলাকায়। তবে যেসব এলাকার ওপর দিয়ে নিম্নচাপটি গিয়েছে, সেখানে প্রভাব রয়েই গিয়েছে। এই রাজ্য থেকে বর্ষা বিদায়ের পূর্বাভাস আপাতত নেই। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমের অনেকটা অংশ থেকে বিদায়ের পালা চলেছে। জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও পশ্চিম উত্তর প্রদেশ বাকি অংশ থেকে বিদায় নিতে চলেছে, তার অনুকূল আবহাওয়াও তৈরি হয়েছে। এছাড়াও পশ্চিম মধ্যপ্রদেশ এবং রাজস্থানের বাকি অংশ এবং গুজরাতের কিছু অংশ থেকে মৌসুমী বায়ু বিদায় নেবে আগামী ২ দিনের মধ্যে।