টানা বৃষ্টিতে আজ ভিজবে রাজ্য, মহানগরীতেও ভারী বর্ষণের আশঙ্কা

রাজ্যের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির খেলা বহাল থাকছে। ক্রমাগত ওঠানামা করছে পারদ। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়াতে। আপাতত গোটা জেলাজুড়েই বহাল থাকছে বৃষ্টিপাত।…

Weather Report

রাজ্যের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির খেলা বহাল থাকছে। ক্রমাগত ওঠানামা করছে পারদ। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়াতে। আপাতত গোটা জেলাজুড়েই বহাল থাকছে বৃষ্টিপাত।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলাকে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গের সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়।

   

সিপিকেও ‘গ্রেফতারের’ দাবি সুখেন্দুশেখরের! দলের মধ্যেই ক্রমশ কোনঠাসা মমতা?

একাধিক জায়গায় ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলায় ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে আজ। আগামী সাতদিন র দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

কেমন থাকবে আজ কলকাতার আবহাওয়া (Weather Report)?

সপ্তাহের শেষদিন রবিবার কলকাতা শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশও মেঘলা থাকার কথা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই শহরে শুরু হয়েছে বৃষ্টিপাত। তাপমাত্রাও অনেকটাই কমেছে।

এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সেক্ষেত্রে ছুটির দিনে আবহাওয়ার আপডেট দেখে বেড়াতে যাওয়া বা আউটিংয়ের প্ল্যান থাকলে, শান্তিতে সারতে পারবেন। ঘর থেকে বের হওয়ার আগে আবহাওয়া সম্পর্কে সচেতন হওয়া খুবই জরুরি।