আবহাওয়া দফতরের পূর্বাভাসে (weather) বলা হয়েছে, রাজ্যে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হবে বৃষ্টি। আর দক্ষিণে থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের গরম।
গরম ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যেতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলায়। কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৭ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
Advertisements
আবহাওয়া বিভাগ জানিয়েছে,উত্তরবঙ্গেরকয়েকটি জেলা বৃষ্টিতে ভিজবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গল ও বুধবার। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা বাড়বে।