Weather: হালকা বৃষ্টিতে ভিজবে উত্তর ও দক্ষিণবঙ্গ

সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টিপাত। এর সঙ্গেই উত্তরবঙ্গেও চলবে বৃষ্টিপাত। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর…

Heavy Rainfall

সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টিপাত। এর সঙ্গেই উত্তরবঙ্গেও চলবে বৃষ্টিপাত। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণার একাংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে আজ দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা।

এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী চার-পাঁচ দিন ধরে গোটা রাজ্য জুড়ে বৃষ্টিপাত বর্তায়মান। বৃষ্টি হওয়া সত্ত্বেও তাপমাত্রার পারদ যেন কমতে নারাজ।

Advertisements

এবার জেনে নিন উত্তরবঙ্গের আবহাওয়া সম্বন্ধে, আজ থেকে আগামী দুদিন উত্তরবঙ্গ জুড়ে চলবে বৃষ্টিপাত। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পিছিয়ে নেই উত্তরবঙ্গের আরো তিনটি জেলা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ মালদায় হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। আগামী ৩-৪ দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে বহাল থাকবে বৃষ্টিপাত।