Weather: গরমে কাবু কলকাতায় হঠাৎ তাপমাত্রা কমল!

শহর কলকাতায় সামান্য কমেছে গরমের দাপট। প্রায় ৪০ ডিগ্রি ছুঁইছুঁই তাপমাত্রা নেমে এসেছে ৩৫ ডিগ্রিতে। ফলে দহন জ্বালা থেকে কিছুটা রেহাই মিললেও, কলকাতায় অস্বস্তি বজায়…

"Bengal Weather Update: Heat Wave Alert Issued for Kolkata, South and North Bengal – Mercury May Soar to 42°C"

শহর কলকাতায় সামান্য কমেছে গরমের দাপট। প্রায় ৪০ ডিগ্রি ছুঁইছুঁই তাপমাত্রা নেমে এসেছে ৩৫ ডিগ্রিতে। ফলে দহন জ্বালা থেকে কিছুটা রেহাই মিললেও, কলকাতায় অস্বস্তি বজায় রয়েছে শহরবাসীর। এরই মধ্যে সুখবর হিসেবে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। (weather report Kolkata’s temperature has dropped slightly)

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস  কলকাতার আকাশ সকালের দিকে থাকবে আংশিক মেঘলা। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা। তবে বিকেলের পর বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ডিগ্রি

   

আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন  রাজ্যের প্রায় সর্বত্রই আজ থেকে পরবর্তী চার-পাঁচ দিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত উত্তরবঙ্গ সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অক্ষরেখার বিস্তৃত রয়েছে। এর প্রভাবে  উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে।

Advertisements

কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা প্রায় আড়াই ডিগ্রী বেশি।

এদিকে, সিকিমে লাগাতার বৃষ্টির জেরে তিস্তায় জল বাড়ছে। পাহাড়ি এলাকায় ধ্বস নেমে রাস্তা বন্ধ। আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।