বুধে দক্ষিণবঙ্গের ৭ জেলায় ধেয়ে আসছে কাঁপানো ঝড়-বৃষ্টি, তৈরি থাকুন

বৃষ্টি নিয়ে অবশেষে সকলের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আমূল বদল ঘটতে চলেছে বাংলার আবহাওয়া (Weather)-র, বিশেষ করে দক্ষিণবঙ্গের। সেইসঙ্গে বদল ঘটবে কলকাতার আবহাওয়ারও। আলিপুর আবহাওয়া…

short-samachar

বৃষ্টি নিয়ে অবশেষে সকলের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আমূল বদল ঘটতে চলেছে বাংলার আবহাওয়া (Weather)-র, বিশেষ করে দক্ষিণবঙ্গের। সেইসঙ্গে বদল ঘটবে কলকাতার আবহাওয়ারও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ বুধবার কলকাতার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

   

আজ শহর কলকাতার আবহাওয়া সর্বোচ্চ ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে মুখে মাছি ঢুকে যাওয়ার মতো বিশেষ বুলেটিন জারি করেছে আলিপুর। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বুধবার এবং আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন যেমন ভারী বৃষ্টির ভ্রূকুটি থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার উদ্দেশ্যে।

বাকি জেলাগুলি যেমন মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে, সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এবার আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া আজ কেমন থাকবে সে ব্যাপারে। আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, এদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান লাগোয়া কিছু জায়গা, নদিয়া, উত্তর ২৪ পরগণা, কলকাতা, দক্ষিণ ২৪ পরগণায়। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে বলে খবর।