খেলা শুরু আবহাওয়ার, সপ্তাহের শুরুতেই ১০ জেলায় কাঁপানো বৃষ্টির পূর্বাভাস

সপ্তাহের শুরুতেই খেলা দেখাতে শুরু করল আবহাওয়া (Weather)। সকাল থেকেই নিম্নচাপের জেরে সর্বত্র শুরু হয়েছে বৃষ্টি। তবে বেলা যত বাড়বে এই বৃষ্টির মাত্রা আরও পাল্লা…

সপ্তাহের শুরুতেই খেলা দেখাতে শুরু করল আবহাওয়া (Weather)। সকাল থেকেই নিম্নচাপের জেরে সর্বত্র শুরু হয়েছে বৃষ্টি। তবে বেলা যত বাড়বে এই বৃষ্টির মাত্রা আরও পাল্লা দিয়ে বাড়বে বলে পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। সেইসঙ্গে আজ ২৯ জুলাই সোমবার জেলায় জেলায় কাঁপানো ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস।

এমনিতে তো বর্তমানে বাংলা সহ সমগ্র দেশে মৌসুমী বায়ু বিরাজ করছে। আর এর দাপটে কখনও বেশি তো কখনও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত (Rainfall) হচ্ছে জায়গায় জায়গায়। আজ থেকেই ঘটতে চলেছে আবহাওয়ার বড়সড় পরিবর্তন। ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে। আলিপুরের পূর্বাভাসে বলা হচ্ছে, আজ দক্ষিণবঙ্গের ১০ জেলায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা।

   

আজ দক্ষিণবঙ্গের যে যে জেলাগুলিতে বৃষ্টি হবে সেগুলি হল উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুর, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও দুই বর্ধমানে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা।

এবার আসা যাক উত্তরবঙ্গের প্রসঙ্গে। জানা গিয়েছে, আজ উত্তরের মূলত ৫ জেলায় ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এই জেলাগুলি হল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এবং মালদহ জেলা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সাত দিন পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের ওপর ঘূর্ণিঝড়ের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জামশেদপুর-দিঘা হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়া মৌসুমি অক্ষরেখা রাজ্যে বৃষ্টির কারণ হবে। বর্ষাকাল শুরু হলেও এখনো ঠিকমতো বৃষ্টি হচ্ছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যদিও এবার সেই খরা কাটতে চলেছে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।