বর্ষার দাপট? কলকাতা সহ এই জেলাগুলিতে তেড়ে বৃষ্টি আসছে

South Bengal Monsoon

ভ্যাপসা গরমে নাজেহাল সমগ্র দক্ষিণবঙ্গ। আগামি কয়েকদিন এই পারদ আরো চড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া অফিস। এক কথায় গরম ও অস্বস্তিজনক আবহাওয়ার (Weather) কারণে জেরবার কলকাতা সহ সমগ্র বাংলা। তবে আর একটু অপেক্ষা, আগামী কিছুদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষার আগমন হয়ে যাবে। ১৩ জুনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষার পা পরে যেতে পারে। যদিও আজ শুক্রবার অর্থাৎ সপ্তাহের শেষের দিকে বাংলার আবহাওয়া কেমন থাকবে তা জেনে নিন ঝটপট।

Advertisements

আপাতত যেন উত্তরবঙ্গেই থমকে রয়েছে বর্ষা। এদিকে দক্ষিণবঙ্গে চরম গরম অনুভূতি হচ্ছে মানুষের। তবে আজ সকাল থেকেই আকাশ কখনও মেঘলা তো কখনও রোদ ঝলমলে আকাশের দেখা মিলছে। আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের সবকটি জেলাই যেমন মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলী, কলকাতা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ, জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ, ঝোড়ো হাওয়া বইবে বৃষ্টির সঙ্গে। অন্যদিকে আজ শুক্রবার তোল্পপাড় করা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারে, বৃষ্টির মাত্রা হতে পারে ৭০ থেকে ১০০ সেমি। এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা।  

Advertisements