Weather: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি

Weather: কলকাতা ও আশপাশের এলাকা সকাল থেকে মেঘলা। আবহাওয়া দফতরের পূর্বাভাস এদিন থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ফলে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। তবে দু-একটি…

Weather: কলকাতা ও আশপাশের এলাকা সকাল থেকে মেঘলা। আবহাওয়া দফতরের পূর্বাভাস এদিন থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ফলে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। তবে দু-একটি জেলা বাদ দিয়ে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বভাস নেই।

Advertisements

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গ জুড়ে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টিসহ বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৬২ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।

   

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং ও কালিম্পং-এ হতে পারে ভারী বৃষ্টি।

এই বুধবার থেকে বাকি গোটা সপ্তাহেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে৷ মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভিজবে৷ বিক্ষিপ্ত , বজ্র-বিদ্যুৎ- সহ ভারী বৃষ্টিপাতও হতে পারে৷

২৪ তারিখ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ২৩-২৪ তারিখ ওড়িশা, বিহার, ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে৷ একইসঙ্গে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টির আশঙ্কা। হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টির জেরে পার্বত্য এলাকায় ধ্বস নামতে পারে।