ভ্যাপসা গরম থেকে মিলবে মুক্তি, হলুদ সতর্কতা জারি করল হাওয়া অফিস

ভ্যাপসা গরমে নাজেহাল (Weather Forecast) রাজ্যবাসী। সকাল থেকেই বাইরে বেরোলে চিটচিটে ঘামে নাভিশ্বাস ফেলছে সকলে। সারাদিনে কয়েকবার হাল্কা বৃষ্টি হলেও গরম জেন পিছু ছাড়ছে না…

weather forecast of next weekend

ভ্যাপসা গরমে নাজেহাল (Weather Forecast) রাজ্যবাসী। সকাল থেকেই বাইরে বেরোলে চিটচিটে ঘামে নাভিশ্বাস ফেলছে সকলে। সারাদিনে কয়েকবার হাল্কা বৃষ্টি হলেও গরম জেন পিছু ছাড়ছে না রাজ্যবাসীর। তবে এই সপ্তাহে খুশির খবর শোনাল হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস বাংলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বেশ কয়েক জেলায়। ভারী বৃষ্টিতে ফ্ল্যাশ ফ্লাডের সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েক জেলায়। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে।

কে হবেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক? ঋষভের আইপিএল ভবিষ্যৎ নিয়ে আপডেট সৌরভের

   

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা শুক্রবার পর্যন্ত। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ চলবে ‘ওয়াইড স্প্রেইড রেইন’। বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বুধবার মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তিও হবে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে।

আতীশি নন , ১৫ অগস্ট পতাকা উত্তোলনের জন্য, আপের এই নেতাকে বাছলেন লেফটেন্যান্ট গভর্নর

হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার দুই মেদিনীপুর, হাওড়া এবং দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস ও হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর ৷ এছাড়াও ১৬ তারিখ বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, হাওড়া, দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। ১৭ তারিখ দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । আজ দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।

ভারতে গোপন বাড়ি থেকে হাসিনার আহ্বানে বাংলাদেশ গরম! ১৫ আগস্ট রক্তাক্ত সংঘর্ষ আশঙ্কা

উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সমতলের তিনটি জেলা দুই দিনাজপুর এবং মালদাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ মালদা ও দুই দিনাজপুরে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ৷ চলতি সপ্তাহের প্রতিদিনই রাজ্যজুড়ে বৃষ্টি পরিস্থিতি। বেশিরভাগ জেলায় ভারী থেকে হালকা ও মাঝারি বৃষ্টিতে ভিজবে ৷