সকাল থেকেই সারা রাজ্যে ঝেঁপে বৃষ্টি, কতদিন চলবে বর্ষার সেকেন্ড ইনিংস?

সকাল থেকেই আকাশের মুখ ভার। সারা রাজ্যে এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। হাওয়া অফিসের (Weather forecast) আগাম পূর্বাভাস ছিল বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি (Heavy…

weather

সকাল থেকেই আকাশের মুখ ভার। সারা রাজ্যে এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। হাওয়া অফিসের (Weather forecast) আগাম পূর্বাভাস ছিল বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি (Heavy Rain) হবে। সেই বার্তা অক্ষরে অক্ষরে মিলেছে। আপাতত দক্ষিণের সাতটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ভারী বৃষ্টি হবে কলকাতাতেও।

তফসিলি জাতি-উপজাতির মধ্যেও শ্রেণিবিভাজনে মান্যতা, সংরক্ষণ নিয়ে যুগান্তকারী সুপ্রিম নির্দেশ

   

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে কলকাতাও রয়েছে। শুক্রবার বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়ায়।

মেঘ ভাঙা বৃষ্টিতে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে ১২ জনের মৃত্যু, চালু উদ্ধার অভিযান

ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। বৃহস্পতিবার কেবল মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে। ওই দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণাবর্তের এই পরিস্থিতির কারণে উত্তর বঙ্গোপসাগরের উপরে আগামী ২৪ ঘণ্টা ঝোড়ো আবহাওয়া থাকবে। হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে।

দেশের আবহাওয়া দফতর বৃহস্পতিবার পূর্বাভাসে জানিয়েছে, জুলাই মাসে ভারতের সর্বত্রই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। যা দেশের কৃষিকাজের পক্ষে অত্যন্ত সুখবর। এবার দ্বিতীয় পর্বে মৌসুমি বায়ুর প্রভাবে ১০৬ শতাংশের বেশি বৃষ্টিপাতের পূর্বানুমান দিয়েছে হাওয়া অফিস।