ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা, পাহাড়েও নেই ঠাণ্ডা!

শরৎকালের স্নিগ্ধ আকাশ নয়, এখন ভ্যাপ্সা গরমে কষ্ট পাচ্ছে দক্ষিণবঙ্গ সহ (weather news) কলকাতার মানুষ। সকলেই আকাশের দিকে চাতক পাখির মতো তাকিয়ে বসে আছে যে…

Indian girl suffering from heat stroke

শরৎকালের স্নিগ্ধ আকাশ নয়, এখন ভ্যাপ্সা গরমে কষ্ট পাচ্ছে দক্ষিণবঙ্গ সহ (weather news) কলকাতার মানুষ। সকলেই আকাশের দিকে চাতক পাখির মতো তাকিয়ে বসে আছে যে বৃষ্টি কখন হবে। এখন বৃষ্টি চাইলেও পুজোর সময় মোটেই বৃষ্টিকে চাইছে না বাঙালি।
এই আবহে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহেই ঝেঁপে বৃষ্টি নামতে পারে শহরে। শহরের সঙ্গে ভিজবে একাধিক জেলা।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০-৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫-২৬ ডিগ্রি সেলসিয়াস। তার সঙ্গে আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৮৪%। উত্তরবঙ্গেও পাল্লা দিয়ে বাড়ছে গরম। ঘুরতে গিয়েও শীতের আমেজ উপভোগ করতে পারছেন না পর্যটকেরা। বিশেষজ্ঞরা মনে করছেন, নব্বই দশকের পর এই প্রথম পার্বত্য অঞ্চলে এই পরিমাণ গরম পড়লো।

সিঙ্গুরের দুঃখ ভুলে শিল্প গড়তে বাংলায় ফিরছে টাটারা

   

বিগত কয়েকদিনে দার্জিলিং-এর তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়ি ও জলপাইগুড়িতে তাপমাত্রা ৩৫-৩৭ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। তবে, হাওয়া অফিস জানিয়েছে আজ বিকেলের পর থেকে দার্জিলিং-এর তাপমাত্রা ক্যমতে শুরু করবে। দু-এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে।

আধার কার্ডে কতবার ঠিকানা বদলানো যায়, তা জানা খুবই জরুরী

এরই মধ্যে জানা গেছে, মঙ্গলবার অর্থাৎ আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়াও বুধবার এই বৃষ্টি আরও বাড়বে বলে জানা গেছে। স্বাভাবিকভাবেই বৃষ্টির এই পূর্বাভাসে বেশ খুশি হয়েছে বঙ্গবাসী। আজ উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। যান গিয়েছে এই বৃষ্টি চলবে আগামী শুক্রবার পর্যন্ত।