Weather: সপ্তাহান্তে পুজোর বাজারে জল ঢালবে নিম্নচাপ

Heavy Rain in North Bengal

Weather:আদ্রতায় অস্বস্তি। তবে সপ্তাহান্তে ফের বৃষ্টিপাত। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং মায়ানমার উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা ২৯ সেপ্টেম্বর। পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। যে কারণে রাজ্যে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে। যে কারণে ২৯ সেপ্টেম্বর থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বৃষ্টি বাড়বে কলকাতাতেও। সাগরে তৈরি হতে চলা ঘূর্ণাবর্তের জেরে পরশু থেকে আগামী তিনদিন বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে।

Advertisements

আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আজ এবং আগামিকাল কলকাতার তাপমাত্রায় বিশেষ কোনও হেরফের না হলেও পরশু থেকে পারদ কিছুটা নামতে পারে। পূর্বাভাস অনুযায়ী, পরশু থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে তাপমাত্রা। তবে তার আগে বৃহস্পতি ও শুক্রবার অফিসযাত্রীদের গরমে ভোগান্তি পোহাতে হবে। সপ্তাহান্তে আরামে ছুটি কাটানো যাবে। তবে পুজোর বাজার হবে প্যাচপ্যাচে।

কলকাতায় আপাতত আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে সারাদিন।শুক্রবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩ অক্টোবর পর্যন্ত বৃষ্টির আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টিসহ বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৬৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।