কলকাতা সহ ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, তৃতীয় দিনে কেমন থাকবে আবহাওয়া?

ফের একবার ভোলবদল ঘটতে চলেছে বাংলার আবহাওয়ার (Weather)। নতুন করে ঝড়, জলের সাক্ষী থাকতে চলেছে সমগ্র বাংলার মানুষজন। এমনিতে এখন খাতায় কলমে বাংলায় বর্ষা হলেও…

rain

ফের একবার ভোলবদল ঘটতে চলেছে বাংলার আবহাওয়ার (Weather)। নতুন করে ঝড়, জলের সাক্ষী থাকতে চলেছে সমগ্র বাংলার মানুষজন। এমনিতে এখন খাতায় কলমে বাংলায় বর্ষা হলেও উল্লেখযোগ্যভাবে তেমন বৃষ্টির দেখা নেই। অন্তত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তো নয়ই। তবে বাংলার মানুষের এই অভিযোগও মিটে যাবে। কারণ আজ বুধবার ১৭ জুলাই অর্থাৎ সপ্তাহের তৃতীয় দিন থেকেই আমূল বদল ঘটতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়ার। 

 

   

ইতিমধ্যে শহরের আকাশজুড়ে কালো মেঘের ঘনঘটা। দু-এক ফোঁটা বৃষ্টিও হয়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের মতে, আজ সারাদিনই বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। ঝড়-জল কাঁপাবে বাংলাকে। শুধু তাই নয়, চলতি সপ্তাহের শেষ দিকে ফের একবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

 

জানা গিয়েছে, আজ কলকাতার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়। বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলিতেও। বাকি জেলাগুলির আবহাওয়া আজ মোটের ওপর শুষ্ক থাকবে বলে খবর। 

 

হাওয়া অফিস সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৯ জুলাই শুক্রবার থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। আর এই নিম্নচাপ তৈরি হবে উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। মূলত এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে অবস্থান করবে। যার দাপটে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

 

আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর। এরপর ফের রুদ্রমূর্তি ধারণ করবে আবহাওয়া। ২০ জুলাই শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।