কালো মেঘে ঢাকল আকাশ, কলকাতা সহ ১৩ জেলায় প্রবল ঝড়-বৃষ্টির সতর্কতা

আজ বুধবারের সকালটা একটু অন্যরকমভাবেই শুরু হল কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীর। আজ কার্যত ঠাটা রোদ নয়, কালো মেঘে ঢাকা আকাশ দেখে সকলের ঘুম ভেঙেছে। সেইসঙ্গে বইছে…

আজ বুধবারের সকালটা একটু অন্যরকমভাবেই শুরু হল কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীর। আজ কার্যত ঠাটা রোদ নয়, কালো মেঘে ঢাকা আকাশ দেখে সকলের ঘুম ভেঙেছে। সেইসঙ্গে বইছে ফুরফুরে হাওয়াও। অন্যান্য দিনের মতো ভ্যাপসা সেই গরম না থাকলেও একটু স্বস্তিতে ভরা আবহাওয়া (Weather) বিরাজ করছে সবর্ত্র। আকাশের মতিগতি মোটেও ভালো ঠেকছে না। তাহলে কি আজ সেই দীর্ঘ প্রতীক্ষিত বৃষ্টি (Rainfall) নামবে তিলোত্তমা সহ সমগ্র দক্ষিণবঙ্গে? এই নিয়ে এবার বড় আপডেট দিল আলিপুর হাওয়া অফিস।

এমনিতে বিগত কিছু সময় ধরে জ্যৈষ্ঠ মাসের ভ্যাপসা গরমে জ্বলে পুড়ে একসা হয়ে যাচ্ছেন সকলে। যদিও মাঝেমধ্যে বৃষ্টি হয়েছে বটে। তবে তাতে কাজের কাজ কিছুই হয়নি। বরং গরম উল্টে যেন বেড়ে গিয়েছে। যদিও আজ থেকে কার্যত আবহাওয়া বদলে যেতে চলেছে সমগ্র বাংলার বলে ইঙ্গিত মিলেছে। হাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সেইসঙ্গে আংশিক মেঘলা আকাশ এবং মাঝে মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি নামবে।

   

আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই যেমন মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, নদীয়া, হুগলী, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড় উঠবে বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ জেলায়।

এবার আসা যাক উত্তরবঙ্গের প্রসঙ্গে। আজও মূলত ৩ জেলা যেমন জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে অত্যাধিক ভারী বৃষ্টির কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং এবং কালিম্পঙ্গে কমলা এবং মালদহ, দুই দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।