Weather: ঘূর্ণাবর্তের জেরে তুমুল বদলে যাবে আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে বৃহস্পতিবার সন্ধে থেকেই বদলে গেছে রাজ্যের আবহাওয়া (Weather)। এদিন সন্ধে থেকে বজ্র বিদ্যুৎ সহ শহরজুড়ে বৃষ্টি নামে। হাওয়া অফিস জানাচ্ছে,…

Weather: ঘূর্ণাবর্তের জেরে তুমুল বদলে যাবে আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে বৃহস্পতিবার সন্ধে থেকেই বদলে গেছে রাজ্যের আবহাওয়া (Weather)। এদিন সন্ধে থেকে বজ্র বিদ্যুৎ সহ শহরজুড়ে বৃষ্টি নামে।

হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছ গেছে নিম্নচাপ। পশ্চিম মধ্য ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপ ক্রমশ শক্তিশালী বাড়াচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় এটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে এটি ক্রমশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঢুকে পড়বে। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে শক্তিশালী এই নিম্নচাপ ক্রমশ স্থলভাগে প্রবেশ করবে। আর জেরেই অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও বাংলা উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওয়া মোরগের তরফে।

Advertisements

যদিও কলকাতায় আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে খবর। সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় শনিবার থেকে সোমবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।