দোসর নিম্নচাপ, কলকাতা সহ ৯ জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা

কলকাতা: অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ যেদিন থেকে আবহাওয়ার (Weather) আমূল বদল লক্ষ্য করতে শুরু করলেন মানুষ। নিম্নচাপের ভ্রূকুটিতে বাংলাজুড়ে প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর…

কলকাতা: অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ যেদিন থেকে আবহাওয়ার (Weather) আমূল বদল লক্ষ্য করতে শুরু করলেন মানুষ। নিম্নচাপের ভ্রূকুটিতে বাংলাজুড়ে প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া অফিসের তরফে যে বিশেষ বুলেটিনটি জারি করা হয়েছে তা দেখে সকলেরই চোখ কপালে উঠে গিয়েছে।

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে বুলেটিনে কী লেখা রয়েছে? তাহলে জানিয়ে রাখি, আজ শুক্রবার থেকে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একের পর এক জেলার আবহাওয়া তোলপাড় হয়ে উঠবে। সতর্কতা জারি করা হয়েছে কলকাতা শহরের উদ্দেশ্যেও। জানা গিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে। এটি আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে আরও শক্তিশালী হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।

   

আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলী, কলকাতা এবং বাঁকুড়া জেলায়। এছাড়া উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার,দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে।

এদিন উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির ভ্রূকুটিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই দুর্যোগের জেরে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তাল থাকবে সমুদ্র, বইবে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। যে কারণে মৎস্যজীবীদের মাঝসমুদ্রে যেতে মানা করা হয়েছে।