Weather: বইবে ৩০-৪০ কিমি বেগে হাওয়া, দুই জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

   আর মনোরম আবহাওয়া (Weather) নয়, বরং ফের একবার বঙ্গে ধেয়ে আসছে তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে। বৃষ্টির জেরে এতদিন যারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন আবার একবার গরমে…

  

আর মনোরম আবহাওয়া (Weather) নয়, বরং ফের একবার বঙ্গে ধেয়ে আসছে তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে। বৃষ্টির জেরে এতদিন যারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন আবার একবার গরমে নাজেহাল হতে তৈরি হয়ে যান। হ্যাঁ এমনই পূর্বাভাস জারি করে সকলকে চমকে দিল আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যে হাওয়া অফিসের তরফে বুলেটিন জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে আজ মঙ্গলবার থেকে বাংলার পারদ ঊর্ধ্বমুখী হবে। কিন্তু প্রশ্ন উঠছে, আজ কি কোথাও ছিটেফোঁটাও বৃষ্টি হবে না?

আজ সপ্তাহের দ্বিতীয় দিন বাংলার আবহাওয়ার ভাবগতিক কেমন থাকবে তা নিয়ে বড় তথ্য দিল আলিপুর। আজ ১৪ মে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও রাজ্যে বিক্ষিপ্তভাবে হালকা ঝড় সেইসঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ঝড়-বৃষ্টির তিব্রতা আজ অনেকটাই কম থাকবে বলে পূর্বাভাস। আজ থেকেই ক্রমশ গরম বাড়বে। এদিন সবথেকে বেশি ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুর, মালদহ, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে।
তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং এবং জলপাইগুড়িতে।

   

এবার আসা যাক দক্ষিণবঙ্গের প্রসঙ্গে। আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগণা, কলকাতা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। বাকি জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা নেই। শুকনো থাকবে।