Weather: প্রবল গরম কমাতে আসছে স্বস্তির বৃষ্টি, কবে ও কোথায়?

Weather: বৃষ্টির সুখবর দিল আবহাওয়া বিভাগ। একাধিক জেলায় হবে বৃষ্টি। কমবে গরম। গত কয়েকদিন ধরে গুমোট গরম। তবে কিছু জেলার কিছু অংশে ঝড় ও বৃষ্টি…

Heavy Rain and Thunderstorm Alert in Kolkata and Surrounding Areas

Weather: বৃষ্টির সুখবর দিল আবহাওয়া বিভাগ। একাধিক জেলায় হবে বৃষ্টি। কমবে গরম। গত কয়েকদিন ধরে গুমোট গরম। তবে কিছু জেলার কিছু অংশে ঝড় ও বৃষ্টি হয়েছে।   এবার আসছে জলভরা মেঘ। (weather Heavy rain forecast in multiple districts)

আলিপুর আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় রাজ্যের সর্বত্র আবহাওয়ার বড় রকম হের ফের ঘটবে না এবং বাতাসে আর্দ্রতা থাকার কারণে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে।

   

আকাশবাণী সংবাদ জানাচ্ছে, আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানান,১৭ তারিখের পর থেকে পরবর্তী চার পাঁচ দিন রাজ্যের প্রায় সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  তিনি বলেন, উত্তর প্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত উত্তরবঙ্গ সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অক্ষরেখার কারণে প্রধানত উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী চার পাঁচ দিন বৃষ্টির প্রাবল্য বেশি থাকবে।

আবহাওয়া বিশ্লেষণে বলা হয়েছে, রাজ্যে মৌসুমী বায়ু এখনও আনুষ্ঠানিকভাবে প্রবেশ না করলেও ঘূর্ণাবর্তের জেরে ক্রমাগত বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের তিনটি জেলা দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে। (weather Heavy rain forecast in multiple districts)

আর পড়শি রাজ্য সিকিমে লাগাতার বৃষ্টির জেরে তিস্তা নদীর জলস্তর বাড়ছে। পাহাড়ি এলাকায় ধস নেমে রাস্তা বন্ধ। বিপুল পরিমাণ বৃষ্টির জল পাহাড়ি ঢাল বেয়ে এসে তিস্তায় পড়ছে।ক্রমেই উদ্বেগ বাড়ছে সিকিম ও পশ্চিমবঙ্গের নিচু এলাকার বসতি ও তিস্তা পারের বাসিন্দাদের। আগামী কয়েকদিন পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেই সতর্কবার্তা। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নদী সংলগ্ন অঞ্চলের মানুষদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।