Weather forecast: হুড়মুড়িয়ে নামছে তাপমাত্রা, জাঁকিয়ে শীত অপেক্ষা মাত্র

পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই তরতরিয়ে নামছে তাপমাত্রা। ঘন কুয়াশায় ঢাকা পড়ছে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলি। সকালে মর্নিং ওয়াকে পড়তে হচ্ছে গরমের জামা। রাতের ও সকালের দিকে…

Weather forecast: হুড়মুড়িয়ে নামছে তাপমাত্রা, জাঁকিয়ে শীত অপেক্ষা মাত্র

পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই তরতরিয়ে নামছে তাপমাত্রা। ঘন কুয়াশায় ঢাকা পড়ছে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলি। সকালে মর্নিং ওয়াকে পড়তে হচ্ছে গরমের জামা। রাতের ও সকালের দিকে কনকনে শীত অনুভূত হচ্ছে বেশ কিছু জায়গায়। কোথাও আবার বইছে শীতল বাতাস। এমনকি মরশুমের শীতলতম দিন দেখেছে রাজ্যবাসী। প্রতিদিন যেভাবে তাপমাত্রা কমছে, তবে কি এটাই হাঁড় কাঁপানো শীতের শুরু? কি বলছে আবহাওয়ার নতুন আপডেট(weather forecast)।

গত সপ্তাহের শেষ দিক থেকেই তাপমাত্রা নামার পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। সেই মতই শনিবার রাত থেকেই ক্রমশ নিম্নগামী পারদ। এক ধাক্কায় তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ১৭ ডিগ্রিতে। এমনকি কোথাও কোথাও তা নেমেছে ১৩ ডিগ্রিতেও। আগামী ৩-৪ দিনে আরও ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে ডিসেম্বরের আগেই পাকাপাকি ভাবে রাজ্যের শীতের প্রবেশ নয় বলে স্পষ্ট করছে হাওয়া অফিস। উত্তর-পশ্চিমা বায়ুর প্রবেশের ফলে তরতরিয়ে পারদ নামছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Advertisements

আজ বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আগামী বেশ কয়েকদিন বৃষ্টিপাতের কোনরকম সম্ভাবনা থাকছে না। চলতি সপ্তাহ এবং আগামী সপ্তাহের শুরুতেও বৃষ্টির কোন সম্ভাবনা নেই রাজ্যে। কোথাও কোথাও মেঘলা আকাশ দেখা যেতে পারে তবে বৃষ্টিপাতের কোন রকমই সম্ভবনা থাকবে না। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাতাসে কম থাকায় স্বাভাবিকভাবেই শুষ্ক প্রকৃতির আবহাওয়া বিরাজমান থাকবে।