Weather Forecast: নভেম্বর মাসের ১০ তারিখ আজ, তবে এখনও পর্যন্ত দেখা নেই শীতের। শীতের অপেক্ষায় মুখিয়ে রয়েছেন বঙ্গবাসী। রাজ্যবাসী করে শীত উপভোগ করবে, এর উত্তরে কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? শীত কি এখনই পড়বে নাকি আরও বিলম্ব হবে, জেনে নিন আজকেই আবহাওয়ার আপডেট এই প্রতিবেদনে।
নভেম্বর মাস পড়লেও এখনও দেখা নেই শীতের। এখনও বেলায় রাস্তায় বেরোলে হচ্ছে ঘাম, সঙ্গে লাগছে গরম। তাহলে শীত কবে আসবে? চিন্তায় রয়েছেন সকলেই। বাংলায় কবে আসবে শীত?
রাজ্যে শীতের প্রবেশ নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। এর মধ্যেই রাজ্যে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া মোরগ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ ২৪ পর্গনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কিন্তু বৃষ্টি হলেও আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাথা নতুন করে আর নামবেনা বললেই চলে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় আবহাওয়ার খুব একটা বদল হবেনা বলেই জানা যাচ্ছে।
হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, কয়েকটি জেলায় ভোর ও রাতের দিকে হালকা কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে ১৫ নভেম্বরের পর বঙ্গে পারদের পতন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে সর্বোচ্চ ও সর্বনিন্ম তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
অপর দিকে, উত্তরের হাওয়া জোরাল হলেও আর্দ্রতার অস্বস্তিও কমবে। এরপরই জাঁকিয়ে পড়বে শীত। কলকাতায় সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। হাওয়া অফিস জানাচ্ছে আগামী সপ্তাহে কলকাতার আবহাওয়াতে সেরকম বড় কোনও বদল হবেনা। একই রকম তাপমাত্রা থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গে বর্তমানে মনোরম আবহাওয়া। এমন পরিবেশে আনন্দে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকের দল। কিন্তু উত্তরবঙ্গেও কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শুরুতে উত্তরবঙ্গের দুই জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।