Weather forecast: পারদ নেমেছে, গলদঘর্ম অবস্থ থেকে কিছুটা নিস্তার

দুর্গাপুজোতে বিভিন্ন জায়গা বিক্ষিপ্ত বৃষ্টির করতে হয়েছিল বঙ্গবাসীকে। লক্ষ্মী পূজার দিনও কোথাও কোথাও এক পশলা বৃষ্টি হয়েছে। কয়েকদিন বাদেই দীপাবলি,ধনতেরাস। স্বাভাবিকভাবেই আবহাওয়া(weather) কেমন থাকবে তার…

Weather forecast: পারদ নেমেছে, গলদঘর্ম অবস্থ থেকে কিছুটা নিস্তার

দুর্গাপুজোতে বিভিন্ন জায়গা বিক্ষিপ্ত বৃষ্টির করতে হয়েছিল বঙ্গবাসীকে। লক্ষ্মী পূজার দিনও কোথাও কোথাও এক পশলা বৃষ্টি হয়েছে। কয়েকদিন বাদেই দীপাবলি,ধনতেরাস। স্বাভাবিকভাবেই আবহাওয়া(weather) কেমন থাকবে তার দিকে নজর রয়েছে প্রত্যেকের। প্রকাশ করা হয়েছে যদিও সম্পূর্ণভাবে কোন খবর মেলেনি আবহাওয়া অফিসের কাছ থেকে‌।

সপ্তাহের প্রথম দিনেই আবহাওয়ার রদবদল বঙ্গে। রবিবার দিনের বেলায় রোদের যথেষ্ট তেজ থাকলেও থেকেই রবিবার রাত থেকেই শহরের নেমেছে পারদ। কমেছে আপেক্ষিক আর্দ্রতা। জলীয় বাষ্পের পরিমাণ ৯০ এর কোঠা থেকে ৮০ তে নেমেছে, যার ফলে অস্বস্তি অনেকটাই কমবে। শহরের আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে। আসন্ন ৪৮ ঘন্টা দুই বঙ্গেই শুষ্কতা থাকবে। 

আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৩৩ ডিগ্ৰি ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.২ ডিগ্ৰি যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্ৰি বেশী। আপেক্ষিক আর্দ্রতা থাকছে ৮৪ শতাংশের আশেপাশেই। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্ৰি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্ৰি।

Advertisements

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গ থেকে বিদায় নিয়েছে বর্ষা। বেশকিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২০ অক্টোবরের পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গ থেকে বিদায় নেবে বর্ষা। এরমধ্যে সম্ভাবনা একেবারে এড়ানো যাচ্ছেনা বলে জানিয়েছে আবহাওয়া দফতর।