গরম কমবে, বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ

সোমবার সকাল থেকেই ঝলমলে রোদ কলকাতায়। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে আর্দ্রতার কারণে অস্বস্তি বজায়…

Rain girl

সোমবার সকাল থেকেই ঝলমলে রোদ কলকাতায়। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থ্যাত্ মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টির পরিমান। দিনের বেশিরভাগ সময় মূলত মেঘলা আকাশ থাকবে। চলতি সপ্তাহে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শহরে। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে।

জ্বালানি তেলের দামে স্বস্তি! মাত্র ৮২ টাকায় মিলছে এক লিটার পেট্রোল

তবে সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বাড়বে বৃষ্টির দাপট। দক্ষিণ ২৪ পরগণা ও মেদিনীপুরের মতো উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে সমুদ্রেও বাড়বে জলোচ্ছ্বাস। যার জন্য পর্যটক এবং মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

Advertisements

জম্মু-কাশ্মীরে সেনা ছাউনি লক্ষ্য করে মুহুর্মুহু গুলিবর্ষণ জঙ্গিদের, বিপদে বহু জওয়ান

উত্তরবঙ্গে টানা বৃষ্টির জেরে দুর্ভোগ অব্যাহত। ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে। অন্যান্য জেলাতেও মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তবে বজ্রপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।