আবারও নিম্নচাপের ভ্রূকুটি, বাংলার ৬ জেলায় মুষলধারে বৃষ্টির পূর্বাভাস

অপেক্ষার অবসান, আবারও কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস। আজ বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর থেকেই বাংলার আবহাওয়ার (Weather) আমূল…

short-samachar

অপেক্ষার অবসান, আবারও কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস। আজ বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর থেকেই বাংলার আবহাওয়ার (Weather) আমূল বদল ঘটতে চলেছে বলে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ সেপ্টেম্বর অবধি টানা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজবে বাংলা বলে খবর।

   

প্রথমেই আলোচনা করা যাক কলকাতা শহরের আবহাওয়া আজ কেমন থাকবে সে বিষয়ে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। সেইসঙ্গে সকাল বা দুপুরের দিকে দু এক পশলা বৃষ্টিও হতে পারে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এদিকে ডিভিসির দুর্গাপুর ব্যারেজ থেকে ২ লক্ষ ৫৭ হাজার কিউসেক জল ছাড়ার জেরে দক্ষিণবঙ্গে বন্যার সৃষ্টি হয়েছে।

আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ও আগামীকাল শুক্রবার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। উত্তরবঙ্গের কথা বললে, এদিন উত্তরবঙ্গের সবকটি জেলাই যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর।

হাওড়া, ঘাটাল, উদয়নারায়ণপুর সহ বাংলার বহু জায়গায় ভপ্যাবহ বন্যারকবলে চলে গিয়েছে। এদিকে আবারও একবার নিম্নচাপের ভ্রূকুটি রয়েছে বলে আভাস দিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপ সৃষ্টি হচ্ছে যার ফলে উত্তরবঙ্গে কিন্তু আবারও বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এই নিম্নচাপটি যেহেতু দক্ষিণবঙ্গের ওপরে প্রচুর বৃষ্টিপাত ঘটাবে তাই উত্তরবঙ্গের থেকে নিম্নচাপ অক্ষরেখা সরে যাবে। আগামী দিনেও উত্তরবঙ্গে বৃষ্টি আরো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

গোটা দক্ষিণবঙ্গে আজ অস্বস্তিকর গরম বজায় থাকবে এবং দুই এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়লেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক থাকবে বলে খবর। হাওয়া অফিস সূত্রে খবর, এই মুহূর্তে উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশে একটি নিম্নচাপ রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এই সিস্টেমটি দুর্বল হয়ে একই এলাকায় একটি নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।