Weather: মোবাইল-নেবুলাইজার চার্জের মতো জরুরি কাজ সেরে রাখুন, ঝড়ের সম্ভাবনা

বিকেলে ভাসতে পারে বাংলা, আগাম সতর্কতা জারি করলো হাওয়া অফিস। (Weather) জামাই ষষ্ঠীর দিনেও ঝড় বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলা, এমনটাই জানাল আলিপুর হওয়া অফিস। Advertisements…

বিকেলে ভাসতে পারে বাংলা, আগাম সতর্কতা জারি করলো হাওয়া অফিস। (Weather) জামাই ষষ্ঠীর দিনেও ঝড় বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলা, এমনটাই জানাল আলিপুর হওয়া অফিস।

Advertisements

ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড় হাওয়া। ঝড়ের ফলে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়ের সম্ভাবনা থাকছে। ফলে যারা শ্বাসকষ্টের রোগী এবং নেবুলাইজার ব্যবহার করেন তারা এই মেশিন ব্যাটারি বা অন্য উপায়ে চালানোর ব্যবস্থা করে রাখুন। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার কারণে এই মেশিন চালানোর জন্য বিকল্প ব্যবস্থা জরুরি বলছেন চিকিৎসকরা।

বিজ্ঞাপন

চলতি বছর বৈশাখ মাসে কালবৈশাখীর দেখা সেই অর্থে মেলেনি। কিন্তু জৈষ্ঠ মাসের শুরু থেকেই বৃষ্টিতে ভিজেছে গোটা বাংলা। উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরু থেকেই দমকা হাওয়াসহ বৃষ্টি হবে সেটা আগেই জানিয়েছিল হাওয়া অফিস।আগাম সতর্কতা মতোই রাজ্যে নামে বৃষ্টি। মঙ্গলবারের বৃষ্টিতে কার্যত বিধ্বস্ত হয়ে পড়ে গোটা বা। অন্যদিকে বর্ধমান শহর পুরোপুরি ভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বৃহস্পতিবার একই ভাবে বজ্র বিদ্যুৎসহ ভারি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর হওয়া অফিস। কলকাতাসহ হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম জেলার বিস্তীর্ণ এলাকায় রয়েছে বৃষ্টির সতর্কতা। সাথে ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড় হাওয়া।