Weather: কালো মেঘে ঢাকল আকাশ, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা?

সপ্তাহান্তে ফের একবার জ্বালাপোড়া গরমের সাক্ষী থাকতে চলেছেন বাংলার মানুষ। আজ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, দুই জায়গারই বেশ কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও ধীরে…

cyclone-remal-update-heavy-rainfall-all-over-bengal-red-alert-issued-for-today

সপ্তাহান্তে ফের একবার জ্বালাপোড়া গরমের সাক্ষী থাকতে চলেছেন বাংলার মানুষ। আজ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, দুই জায়গারই বেশ কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও ধীরে ধীরে তাপমাত্রা কমবে, সেইসঙ্গে ঝেঁপে বৃষ্টি নামবে তারও পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। জেনে নিন আজ কেমন থাকবে বাংলার আবহাওয়া (Weather)। 

আগামীকাল রবিবার ছুটির দিন থেকেই বাংলার হাওয়া বদল ঘটবে। রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এরপর সোমবার অর্থাৎ পঞ্চম দফার ভোটের দিনে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গজুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির (Rainfall) পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। আজ সকাল থেকেই কালো মেঘে ঢেকে রয়েছে বাংলার আকাশ। মনে হচ্ছে যে কোনও মুহূর্তে বৃষ্টি নামবে, তবে আজ তার সম্ভাবনা নেই অন্তত দক্ষিণবঙ্গে।

   

আগামীকাল কিন্তু কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে মঙ্গলবার, টানা ৩ দিন কলকাতায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এদিকে আজ সকাল থেকে কালো মেঘে ঢেকে রয়েছে শহরের আকাশ। সেইসঙ্গে দিনভর গরম ও অস্বস্তি বজায় থাকবে শহরে বলে জানানো হয়েছে আলিপুরের তরফে। যাইহোক, আজ আলিপুরের বুলেটিন অনুসারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। সেইসঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।

অন্যদিকে আজ উষ্ণ এবং আদ্র আবহাওয়া থাকবে দুই দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, পুরুলিয়া,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ইত্যাদি জেলায়। তবে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায়।