WBSSC-র শিক্ষক নিয়োগে নতুন পদক্ষেপ, সংশোধনের জন্য খুলছে এডিট অপশন

কলকাতা: ২০২৫ সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC)। নবম–দশম এবং একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে আবেদনকারী প্রার্থীদের জন্য…

SSC recruitment exam postponement

কলকাতা: ২০২৫ সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC)। নবম–দশম এবং একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে আবেদনকারী প্রার্থীদের জন্য এবার নিজেদের জাতিভুক্তি (Category) সংশোধনের সুযোগ দিচ্ছে কমিশন। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন।

Advertisements

আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পরেই ওবিসি সংরক্ষণ মামলা বিচারাধীন থাকার কারণে কমিশন সমস্ত আবেদনকারীকে জেনারেল ক্যাটাগরিতে আবেদন করার নির্দেশ দেয়। তবে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পর, ফের চালু করা হল জাতিভুক্তি সংশোধনের জন্য একটি বিশেষ উইন্ডো।

   

কমিশনের নির্দেশ অনুযায়ী, ওবিসি-এ, ওবিসি-বি, এসসি এবং এসটি ক্যাটাগরির প্রার্থীরা এবার আলাদা আলাদা তালিকায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। এই এডিট অপশন খোলা থাকবে ৫ আগস্ট থেকে ১১ আগস্ট, ২০২৫ পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রার্থীদের SSC-র অফিশিয়াল ওয়েবসাইটে (www.westbengalssc.com) গিয়ে লগইন করে সংশোধনের কাজ সম্পন্ন করতে হবে।

২০২৫ সালের নিয়োগের প্রক্রিয়া শুরু হওয়ার তিন দিনের মধ্যেই সংরক্ষণ মামলার কারণে ক্যাটাগরিভিত্তিক আবেদন বন্ধ করে দেয় কমিশন। তবে সুপ্রিম কোর্টে ওই মামলায় স্থগিতাদেশ পাওয়ার পরই ফের সংশোধনের সুযোগ দেওয়া হল প্রার্থীদের।

উল্লেখ্য, ২০২৩ সালের ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে ২০১৬ সালের WBSSC প্যানেলের ভিত্তিতে রাজ্যে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল হয়। এরপর আদালতের নির্দেশ মেনে ২০২৫ সালের ৩০ মে কমিশন নতুনভাবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। ১৬ জুন থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়, যার শেষ তারিখ প্রথমে ১৪ জুলাই নির্ধারিত হলেও পরে তা বাড়িয়ে ২১ জুলাই করা হয়।

যেসব আবেদনকারী ইতিমধ্যেই জেনারেল ক্যাটাগরিতে আবেদন করেছেন কিন্তু প্রকৃতপক্ষে তারা SC/ST/OBC ক্যাটাগরির অন্তর্গত, তাদের জন্য এটি একটি বড় সুযোগ। WBSSC-এর পক্ষ থেকে পরিস্কার জানানো হয়েছে যে, জাতিভুক্তি সংক্রান্ত নথি যথাযথভাবে আপলোড করতে হবে এবং যে ক্যাটাগরিতে দাবি করা হচ্ছে, তার উপযুক্ত প্রমাণ দাখিল না করলে ভবিষ্যতে আবেদন বাতিল হতে পারে।

কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, “আমরা চেষ্টা করছি নিয়োগ প্রক্রিয়াকে যতটা সম্ভব স্বচ্ছ ও আইনি কাঠামোর মধ্যে রাখতে। সংরক্ষণ সংক্রান্ত মামলাগুলোর প্রভাব যাতে প্রার্থীদের ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত না করে, সেজন্য সব দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

২০২৫ সালের WBSSC শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থীর কাছে এক বড় সুযোগ। ক্যাটাগরির সংশোধনের এই নতুন সুযোগ যেন কেউ না মিস করেন, সেজন্য সংশ্লিষ্ট তারিখের মধ্যে অনলাইনে গিয়ে প্রয়োজনীয় তথ্য আপডেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালতের হস্তক্ষেপ এবং কমিশনের পদক্ষেপ মিলিয়ে এই নিয়োগ প্রক্রিয়া ঘিরে রয়েছে প্রবল উত্তেজনা এবং আশা।