WBJEE: রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ, দিনঘোষণা বোর্ডের

শেষমেশ কাটল জট। দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে রাজ্যের হাজার হাজার পরীক্ষার্থীর। চলতি বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE)-র ফলাফল প্রকাশের দিন ঘোষণা করল জয়েন্ট…

wbjee 2024

শেষমেশ কাটল জট। দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে রাজ্যের হাজার হাজার পরীক্ষার্থীর। চলতি বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE)-র ফলাফল প্রকাশের দিন ঘোষণা করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। আগামী ৭ আগস্ট প্রকাশিত হবে ফলাফল। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন বোর্ডের চেয়ারপার্সন সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, চলতি বছরের জয়েন্ট পরীক্ষা হয়েছিল ২৭ এপ্রিল। এই পরীক্ষার মাধ্যমে রাজ্যের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি এবং আর্কিটেকচার কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়। কিন্তু ফলপ্রকাশ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। মূল কারণ ছিল ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি জটিলতা। মামলাটি গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। আদালতের নির্দেশ ছাড়া ফল প্রকাশে রাজি ছিল না বোর্ড।

   

এই পরিস্থিতিতে পরীক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছিল উদ্বেগ, হতাশা ও বিভ্রান্তি। কেউ কেউ অন্য রাজ্যের বেসরকারি কলেজে ভর্তি নিতে বাধ্য হন। আবার অনেকে মনে করেছিলেন, হয়তো রাজ্যে ভর্তি প্রক্রিয়া এ বছর সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়বে।

তবে সব জল্পনার অবসান ঘটিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে সংরক্ষণ সংক্রান্ত জট কাটে। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, এই মুহূর্তে ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্য সরকার যে নোটিশ জারি করেছিল, তা কার্যকর করা যাবে না। ফলে জয়েন্ট বোর্ডের আর কোনও আইনি বাধা রইল না ফলপ্রকাশের পথে।

বোর্ডের চেয়ারপার্সন জানান, “আমরা সুপ্রিম কোর্টের রায় হাতে পাওয়ার পরেই দ্রুত ফলপ্রকাশের প্রক্রিয়া শুরু করেছি। সমস্ত প্রস্তুতি শেষ পর্যায়ে। আগামী ৭ আগস্ট দুপুর নাগাদ আমরা ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করব।”

বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পরীক্ষার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (wbjeeb.nic.in বা wbjeeb.in)-এ গিয়ে নিজেদের রেজাল্ট, র‌্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন। রেজাল্ট প্রকাশের কিছুদিনের মধ্যেই শুরু হবে কাউন্সেলিং প্রক্রিয়া।

Advertisements

এদিকে, এতদিন ধরে অপেক্ষারত ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে স্বস্তির হাওয়া। অনেকেই বলছেন, “আমরা প্রায় আশা ছেড়ে দিয়েছিলাম। এখন অন্তত জানলাম, কবে ফল বেরোবে। যাঁরা এখনও অন্যত্র ভর্তি হননি, তাঁদের কাছে এটা খুবই বড় খবর।”

বিশেষজ্ঞদের একাংশের মতে, এই বিলম্বিত ফলাফল প্রকাশে রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিলেও, এখন দ্রুত কাউন্সেলিং করে সেই ঘাটতি পুষিয়ে নেওয়া সম্ভব।

উল্লেখ্য, রাজ্যে প্রতিবছর প্রায় ১ লাখেরও বেশি পরীক্ষার্থী জয়েন্ট পরীক্ষা দিয়ে থাকেন। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৯৫ হাজার। তাঁদের অনেকেই উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে সংশয়ে ছিলেন। সেই দুশ্চিন্তার অবসান ঘটল অবশেষে।

বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, কাউন্সেলিংয়ের সময় নির্দিষ্ট সংরক্ষণ নীতিমালার ভিত্তিতে আসন বণ্টন হবে। তবে যেহেতু আদালতের রায়ে রাজ্যের নতুন ওবিসি তালিকা কার্যকর নয়, তাই আগের সংরক্ষণ নীতি মোতাবেক কাউন্সেলিং হবে।

সব মিলিয়ে ওবিসি সংরক্ষণ ইস্যু ঘিরে এক দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে রাজ্যের উচ্চশিক্ষায় ফিরল স্বাভাবিকতা। এখন দেখার, দ্রুত কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন করে কতটা সময়ের মধ্যে কলেজে ভর্তি সম্পূর্ণ করতে পারে বোর্ড।