WB Police:.লক্ষাধিক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর কোন স্বার্থে বনধ? প্রশ্ন পুলিশ বিভাগের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে বি়ভিন্ন বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ ও মন্ত্রীর গাড়ির ধাক্কায় রক্তাক্ত হয় বিক্ষোভকারী। এর জেরে রবিবার তীব্র বিক্ষোভ। মন্ত্রীর…

school-students

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে বি়ভিন্ন বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ ও মন্ত্রীর গাড়ির ধাক্কায় রক্তাক্ত হয় বিক্ষোভকারী। এর জেরে রবিবার তীব্র বিক্ষোভ। মন্ত্রীর গ্রেফতারির দাবি উঠেছে। বাম ছাত্র সংগঠনগুল সোমবার ছাত্র ধর্মঘট করবে বলে ঘোষণা করে। উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন এমন কর্মসূচি বিতর্ক তৈরি করেছে।

সোমবার ছাত্র ধর্মঘটের দিন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সবরকম সাহায্য করা হবে বলে জানানো হলো পশ্চিমবঙ্গ পুলিশের ফেসবুক পেজে। এতে বলা হয়েছে পরী়ক্ষার্থীদের প্রতিকুলতায় ফেলবে এই ছাত্র ধর্মঘট কর্মসূচি।

kolkata24x7-sports-News

   

পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, “আগামীকাল (সোমবার) থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু, লক্ষ লক্ষ পরীক্ষার্থী বসতে চলেছেন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষায়। কাল সকাল থেকেই পরীক্ষার্থীরা রওনা দেবেন নিজের নিজের পরীক্ষাকেন্দ্রে, বিভিন্ন স্কুল এবং কলেজে। দুৰ্ভাগ্যের, কালই একটি রাজনৈতিক সংগঠনের তরফে রাজ্য জুড়ে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আমাদের শুধু এটুকুই বলার – পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের প্রতিকূলতায় ফেলে, এমন কোনও কর্মসূচি ছাত্রছাত্রীদের স্বার্থে হতে পারে না।”

পশ্চিমবঙ্গ পুলিশ আরও জানান, ” নির্বিঘ্নে এবং নিরাপদে যাতে কাল পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেন, সেটাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। সেই উদ্দেশ্যে কাল রাজ্যের সর্বত্র সকাল থেকেই পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে, পরীক্ষাকেন্দ্রগুলিতে থাকবে বাড়তি নজরদারি। পরীক্ষার্থীদের অনুরোধ, রাস্তায় কোনওরকম অসুবিধেয় পড়লে নিকটবর্তী পুলিশকর্মীদের সাহায্য নিন, পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যাতে নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারেন, সে দায়িত্ব আমাদের। পরীক্ষার্থীদের স্বার্থ বিঘ্নিত হয়, এমন যে কোনও কর্মসূচিতে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।”