জট কাটাতে জুনিয়ার চিকিৎসকদের সঙ্গে ফের আলোচনায় বসার প্রস্তাব রাজ্য সরকারের!

নবান্নের পর কালীঘাটেও মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়ার চিকিৎসকদের (junior doctors Protest) আলোচনা ভেস্তে যায়৷ গত সাতদিন ধরেই রোদ, বৃষ্টি মাথায় নিয়ে আরজি কর কাণ্ডে তিলোত্তমার বিচার…

নবান্নের পর কালীঘাটেও মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়ার চিকিৎসকদের (junior doctors Protest) আলোচনা ভেস্তে যায়৷ গত সাতদিন ধরেই রোদ, বৃষ্টি মাথায় নিয়ে আরজি কর কাণ্ডে তিলোত্তমার বিচার চেয়ে স্বাস্থ্য ভবনের সামনে বসে রয়েছেন আন্দোলনকারীরা৷

ধর্ণামঞ্চে হবু ডাক্তারদের সঙ্গে কথা বলতেও এসেছিলেন মুখ্যমন্ত্রী৷ সেখানেও গলেনি বরফ৷ এরপর রাজ্য সরকার কালীঘাটে বৈঠক হবে বলে আন্দোলনরত চিকিৎসকদের মেল পাঠান৷ তাতে রাজি হন জুনিয়ার চিকিৎসকেরা৷ কিন্তু কালীঘাটে পৌঁছে গিয়েও লাইভ স্ট্রিমিং করতে না দেওয়ার কারণে ফের ভেস্তে যায় বৈঠক৷

   

সূত্রের দাবি, আজ সোমবার আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে ফের আলোচনায় বসার প্রস্তাব দিল রাজ্য সরকার। সোমবারই সে বৈঠক হতে পারে খবর সূত্রের। সোমবার যদি বৈঠকে ডাকা হয় আন্দোলনকারীরা কি যাবেন? এই বিষয় নিয়ে এক সাক্ষাৎকারে বিক্ষোভকারীদের মধ্যে অন্যতম মুখ জুনিয়ার ডাক্তার অনিকেত মাহাত বলেন, “যদি আমাদের কাছে অফিশিয়াল কোনও বার্তা আসে,তবে আমরা অবশ্যই যাব এবং দেখা করব। তাঁদের সঙ্গে অবশ্যই কথা বলব৷”

স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, “এই আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করেছেন মুখ্যমন্ত্রী। তাই এই সমস্যার জট যাতে  তাড়াতাড়ি মিটে যায় সেই কারণে মুখ্যমন্ত্রী ফের জুনিয়ার চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসতে রাজি রয়েছেন৷”