জামাইষষ্ঠী উপলক্ষ্যে অর্ধদিবস ছুটি ঘোষণা রাজ্য সরকারের

আগামী ২৫ মে, অর্থাৎ বৃহস্পতিবার জামাইষষ্ঠী। জামাইষষ্ঠী উপলক্ষ্যে সরকারি কর্মচারীদের জন্য ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। নবান্ন সূত্রের খবর, সরকারি কর্মচারী জামাইরা অর্ধেক ছুটি পাবেন।…

Bengalis food history

আগামী ২৫ মে, অর্থাৎ বৃহস্পতিবার জামাইষষ্ঠী। জামাইষষ্ঠী উপলক্ষ্যে সরকারি কর্মচারীদের জন্য ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। নবান্ন সূত্রের খবর, সরকারি কর্মচারী জামাইরা অর্ধেক ছুটি পাবেন। তাদের পূর্ণদিবস দেওয়া হয়নি।

Advertisements

এবারের জামাইষষ্ঠীতে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা হাফ ছূটি পাবে। মঙ্গলবার ঘোষণা করা হয় নবান্নের তরফে। বিজ্ঞপ্তির নির্দেশিকা অনুযায়ী বৃহস্পতিবার জামাইষষ্ঠীতে দুপুর দুটোর পর ছুটি থাকবে সমস্ত সরকারি দফতরে। এই বিজ্ঞপ্তি প্রকাশ করে অর্থ দফতর। এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ছুটি থাকবে ওইদিন।

বিজ্ঞাপন

২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম জামাইষষ্ঠীর দিন অর্ধদিবস ছুটির কথা ঘোষণা করেন। এর আগে এই ছুটি পেতেন না সরকারি কর্মচারিরা।

জামাইষষ্ঠী উপলক্ষ্যে সরকারি কর্মচারীদের বৃহস্পতিবার, ২৫ মে, দুপুর দুটোর পর ছুটি থাকবে সরকারি দফতগুলোয়।