Mamata Banerjee: আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে

পঞ্চায়েত ভোটে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বিরুদ্ধে। এই ঘটনায় আদালতের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটের ঠিক ৪ দিন আগে ফের হাইকোর্টের…

Suvendu Adhikari and Mamata Banerjee at a political rally
  1. পঞ্চায়েত ভোটে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বিরুদ্ধে। এই ঘটনায় আদালতের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটের ঠিক ৪ দিন আগে ফের হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা ।

পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার আগেই সরাসরি মুখ্যমন্ত্রী নামে একটি কর্মসূচি শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের জন্য চালু করা হয়েছিল একটি নম্বর। এ নিয়ে প্রথম থেকে আপত্তি জানিয়েছিল বিরোধীরা।

অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের ‘দিদিকে বল’ কর্মসূচিতে যে ফোন নম্বর ব্যবহার করা হত, এবার মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে সেই একই নম্বর ব্যবহার করা হচ্ছে। রাজনৈতিক দল যে নম্বর ব্যবহার করছিল, সেটা এখন রাজ্যের নামে কেন ব্যবহার হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন শুভেন্দু।

   

উল্লেখ্য, মঙ্গলবারই এ বিষয়ে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যান তিনি। তবে মামলা সরিয়ে দেওয়া হয় প্রধান বিচারপতির কাছে। বুধবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে যান রাজ্যের বিরোধী দলনেতা।