উপ-নির্বাচনের ৪ আসনে আজ প্রেস্টিজ ফাইট, নজরে বহু হেভিওয়েট

সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শনিবার ৪ বিধানসভা আসনে উপ-নির্বাচনের (By Election) ভোট গণনা শুরু হল। ভোট গণনাকে কেন্দ্র করে গণনাকেন্দ্রগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা…

সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শনিবার ৪ বিধানসভা আসনে উপ-নির্বাচনের (By Election) ভোট গণনা শুরু হল। ভোট গণনাকে কেন্দ্র করে গণনাকেন্দ্রগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কার্যত। প্রথমে চলছে পোস্টাল ব্যালট গণনা।

 আজ ভোট গণনা রয়েছে মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ আসনে। গণনাকে কেন্দ্র করে আজ ১৩ জুলাই যারা নজরে রয়েছেন তাঁরা হলেন মানিকতলার টিএমসি প্রার্থী সুপ্তি পাণ্ডে, বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে, সিপিএম প্রার্থী রাজীব মজুমদার, রানাঘাট দক্ষিণের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী, রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, বিজেপি প্রার্থী মানসকুমার ঘোষ, কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত রানাঘাট দক্ষিণের সিপিএম প্রার্থী অরিন্দম বিশ্বাস, বাগদার কংগ্রেস প্রার্থী অশোককুমার হালদার,তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর প্রমুখ।

   

শনিবার এক কথায় উপ-নির্বাচনের ৪ আসনে আজ প্রেস্টিজ ফাইট হতে চলেছে। কার ভাগ্যের শিঁকে ছিঁড়বে সেদিকে কড়া নজর রয়েছে সকলের।  মানিকতলার গণনাকেন্দ্র হল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।