Tangra Water Logging:দু’পশলা বৃষ্টিতে কলকাতা যেন ভেনিস! কল থেকে বেরোচ্ছে পোকা

লোকসভা ভোটের সময় চরম অব্যবস্থার ছবি ধরা পড়ল ট্যাংরায়। বিগত কয়েকদিনে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে শহরে। তাও সেটা সব জায়গায় নয়। তাতেই ট্যাংরায় অবস্থা একেবারে বেহাল।…

tanga

লোকসভা ভোটের সময় চরম অব্যবস্থার ছবি ধরা পড়ল ট্যাংরায়। বিগত কয়েকদিনে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে শহরে। তাও সেটা সব জায়গায় নয়। তাতেই ট্যাংরায় অবস্থা একেবারে বেহাল। শুধু তাই নয়, সচক্ষে সেই চেহারা দেখলে মনে হবে ভেনিস। এইটুকু বৃষ্টিতে জলথইথই অবস্থা ট্যাংরায়। শুধু তাই নয়, জল এত জমেছে যে সেই জল থেকে ছড়াচ্ছে রোগ! বৃষ্টির জমা জল খাওয়ার জলে মিশে বমি-পাখানার মতো সমস্যার সৃষ্টি করছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ড অর্থাৎ ট্যাংরা, বৈশালী এলাকায় একটু বৃষ্টিতেই জমেছে জল। বাড়ির ভিতরে নোংরা জল ঢুকে বিপর্যস্ত জনজীবন। অভিযোগ, খাওয়ার জলের কলের ভিতরে নোংরা জল ঢুকে সেখান থেকে বেরাচ্ছে পোকা। রীতিমতো বিক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। এক এলাকাবাসীর অভিযোগ, জল এক সপ্তাহ হয়েছে জমে রয়েছে। পুরসভায় বলেও কোনও কাজ হয় না।

Advertisements

অন্য এক বাসিন্দার কথায়, ” ডিউটি যেতে পারছি না। পায়খানা-বমি হয়ে যাচ্ছে। কল দিতে বলছি দিচ্ছে না। চার-পাঁচদিন হয়ে গেল।” ওই ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপন সাহা বলেন, “আমি গিয়েছিলাম ওইখানে। একটু বৃষ্টিতেই জল জমে যায়। সারা বছর কাজ হয়। হঠাৎ করে বিনা বৃষ্টিতে জল জমে। আমরা পুরসভার কর্মীদের পাঠাই। আমরা পাম্প বাসানোর কাজ করছি।” এই ঘটনা নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি।