Bidhanagar subway: বৃষ্টির কয়েক ঘণ্টা পরেও জলমগ্ন বিধাননগর সাবওয়ে! তুমুল ক্ষোভ যাত্রীদের মধ্যে

কলকাতায় বৃষ্টি হয়েছে কয়েক ঘণ্টা কেটে গেলেও জলমগ্ন বিধাননগর সাবওয়ে। অফিস ফের যাত্রীদের মধ্যে এই নিয়ে তুমুল ক্ষোভের সৃষ্টি হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, সন্ধে…

bidhangar subway

কলকাতায় বৃষ্টি হয়েছে কয়েক ঘণ্টা কেটে গেলেও জলমগ্ন বিধাননগর সাবওয়ে। অফিস ফের যাত্রীদের মধ্যে এই নিয়ে তুমুল ক্ষোভের সৃষ্টি হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, সন্ধে ছ’টা নাগাদ অফিস ফেরত যাত্রীরা বিধাননগর সাবওয়ে দিয়ে ফেরার পথে দেখতে পায় এক হাঁটু জল রয়েছে। প্রসঙ্গত কলকাতায় বৃষ্টি হয়েছে দুপুরের দিকে। তারপর কেটে গিয়েছে কয়েক ঘণ্টা , তবুও কেন বিধাননগর সাবওয়েতে জল। এই অব্যবস্থার জন্য রেলের কাছে প্রশ্ন রেখেছেন সাধারণ যাত্রীরা। দিনের শেষে কেন যাত্রীরা পা ভিজিয়ে বাড়ি ফিরবেন? ক্ষোভের সঞ্চার হয়েছে যাত্রীদের মধ্যে। সাবওয়ের নিকাশি ব্যবস্থা কেন ঠিক নেই, প্রশ্ন করছে যাত্রীরা।

তবে এই বিষয়ে রেলের তরফে আপাতত কিছু জানা যায়নি। শুধু বিধাননগর নয়, দমদম সাবওয়ের একই অবস্থা বলে জানা গিয়েছে। এত অল্প বৃষ্টিতে জল জমলে তুমুল বৃষ্টিতে কী হবে সেই নিয়ে শুরু হয়েছে চর্চা। ইতিমধ্যেই ঝড় নিয়ে সতর্ক করেছে হাওয়া অফিস। ষষ্ঠ দফার লোকসভা ভোটে ঝড়বৃষ্টি নিয়ে সতর্ক নির্বাচন কমিশন। পঞ্চম দফা থেকে শিক্ষা নিয়ে এ বার ইমারজেন্সি লাইট ব্যবহারের পরামর্শ নির্বাচন কমিশনের সিইও-র।

   

ঝড়বৃষ্টির জন্য আগাম সতর্কতা হিসাবে প্রয়োজনীয় ত্রিপল রাখার পরামর্শ দিয়েছে কমিশন। বিদ্যুৎ নিয়ে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য ৬ জেলার জেলা শাসকদের বিদ্যুৎ দফতরের সঙ্গে যোগাযোগ রেখে চলার পরামর্শও দিয়েছে কমিশন। শুধু তাই নয়, কোনও এলাকায় জল জমে গেলে দ্রুত যাতে বুথগুলি থেকে জল বার করা যায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপও নিতে বলল নির্বাচন কমিশন। চলতি মাসের ২৫ তারিখের ঝড়বৃষ্টির পূর্বাভাসকে মাথায় রেখে কাল থেকেই কন্ট্রোল রুম চালু করার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব। সেই সঙ্গে বজ্রপাতে প্রাণহানির ঘটনা যাতে না ঘটে তার জন্য জেলা শাসকদের প্রচার করার নির্দেশও দিয়েছেন মুখ্যসচিব।