Vivek Sahay: রাজ্য পুলিশের নতুন ডিজিপি বিবেক সহায়

রাজ্য পুলিশের নতুন ডিজিপি হচ্ছেন বিবেক সহায় (Vivek Sahay)। আজ সোমবার দুপুরেই রাজ্য ডিজিপির পদ থেকে সরিয়ে দেওয়া হয় রাজীব কুমারকে। লোকসভা ভোটের মুখে রাজীব…

vivek-sahay

short-samachar

রাজ্য পুলিশের নতুন ডিজিপি হচ্ছেন বিবেক সহায় (Vivek Sahay)। আজ সোমবার দুপুরেই রাজ্য ডিজিপির পদ থেকে সরিয়ে দেওয়া হয় রাজীব কুমারকে। লোকসভা ভোটের মুখে রাজীব কুমারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। 

   

কমিশন রাজ্যের মুখ্যসচিবকে আজ বিকেল ৫টার মধ্যে কুমারের স্থলাভিষিক্ত হওয়ার জন্য তিনজন যোগ্য অফিসারের তালিকা সরবরাহ করতে বলেছিল।

যদিও বিকেল ৫টার আগেই নতুন ডিজিপির নাম ঘোষণা করে কমিশন। জানা যায়, বাংলার পরবর্তী ডিজিপি হচ্ছেন বিবেক সহায়। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার কয়েকদিন পরেই রাজীব কুমারকে রাজ্যের ডিজিপি পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। বিবেক সহায় পশ্চিমবঙ্গ ক্যাডারের ১৯৮৮ ব্যাচের আইপিএস অফিসার। এর আগে তিনি মহাপরিচালক (ডিজি), প্রভিশনিং এবং হোম গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিবেক সহায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বেও ছিলেন, তবে ২০২১ সালের মার্চ মাসে মুখ্যমন্ত্রীর উপর হামলার পরে নির্বাচন কমিশন তাকে সাসপেন্ড করেছিল। পরে তাকে ডিরেক্টর অব সিকিউরিটি পদে পুনর্বহাল করা হয়।