পুজোর মুখে ফের চড়াও হল সবজির দাম, সপ্তাহের প্রথম দিন কত হল জানেন?

পুজো আসতে এখনও সপ্তাহখানেক দেরি৷ তার আগেই বাজারে সবজির দাম (Vegetables Price) একেবারে আকাশছোঁয়া৷ সেই সঙ্গে আবার টানা বৃষ্টির জেরে বিঘার পর বিঘা জমিতে নষ্ট…

A variety of fresh vegetables arranged neatly on a surface. The assortment includes carrots, bell peppers, cucumbers, and tomatoes, showcasing vibrant colors and different shapes.

পুজো আসতে এখনও সপ্তাহখানেক দেরি৷ তার আগেই বাজারে সবজির দাম (Vegetables Price) একেবারে আকাশছোঁয়া৷ সেই সঙ্গে আবার টানা বৃষ্টির জেরে বিঘার পর বিঘা জমিতে নষ্ট হয়ে গিয়েছে ফসল৷ চাষিদের মাথায় হাত৷ সঙ্গে ক্রেতাদেরও৷ চাষের জমি নষ্ট হয়ে যাওয়ার কারণে মধ্যবিত্তের হেঁশেলে পড়েছে টান৷ কারণ বাজারে সমস্ত জিনিসপত্রের দাম (Vegetables Price) বাড়তে শুরু করে দিয়েছে৷ রোজই একটু একটু করে বাড়ছে ফসলের দাম৷ সবজি এবং ফুলের দাম আকাশছোঁয়া।

কয়েকদিন আগেই যেখানে পটলের দাম ছিল ৩০ থেকে ৪০ টাকা, আজ কলকাতার বাজারে ৭০ থেকে ৮০ টাকা কোথাও ১০০ টাকা হয়ে গিয়েছে। বেগুনের দাম ছিল ৪০ টাকা, এখন হয়েছে ৮০ থেকে ১০০ টাকা । টমেটো দাম ছিল ৪০ টাক৷ ঝিঙের দাম ৬০-৮০ টাকা কেজি। ৩০ টাকা ছিল কুমড়ো, এখন হয়েছে ৬০ টাকা। শাকের দাম ৮০-১০০ টাকার নীচে নেই কিছুই। আলু, পেঁয়াজও ঊর্ধ্বমুখী। ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে একটাই কথা যে হারে সবজির দাম প্রতিনিয়ত বেড়ে চলেছে৷ তার জেরে পকেটে টান পরতে শুরু করে দিয়েছে আমজনতার৷

   

তবে পুজোর আগে ব্যবসায়ীরা যাতে আর দাম বৃদ্ধি করতে না পারে তার জন্যই টাস্ক ফোর্সের নজরদারি বাড়ানো হচ্ছে। প্রসঙ্গত, সবজির বাজারে দাম নিয়ন্ত্রনের জন্য সম্প্রতি নবান্নে মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্না।

এর পাশাপাশি একাধিক জেলার জেলাশাসকদের সঙ্গেও ভিডিও কনফারেন্স করা হয়েছিল। বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হয়, রাজ্যে সুফল বাংলার স্টলের সংখ্যা আরও বাড়ানো হবে। সেই সঙ্গে বিভিন্ন বাজার ঘুরে শাকসবজি ও আনাজপাতির দাম দেখবেন টাস্ক ফোর্স। এবার সেই মতোই মঙ্গলবার নিজেদের কাজ শুরু করেন টাস্ক ফোর্স।