লক্ষ্মীপুজোর আগেই ফের সস্তা হল সবজি, মুখে হাসি মধ্যবিত্তের

বাজারে গিয়ে সবজির দাম (Vegetable Price) দেখে কার্যত ছেঁকা খাচ্ছে আমজনতা। কিন্তু দশমীর পরেই সোমবার কতটা কমল-বাড়ল সবজির দাম? প্রতিদিনই নিত্যপ্রয়োজনীয় সবজির দামে (Vegetable Price)…

Vegetable

বাজারে গিয়ে সবজির দাম (Vegetable Price) দেখে কার্যত ছেঁকা খাচ্ছে আমজনতা। কিন্তু দশমীর পরেই সোমবার কতটা কমল-বাড়ল সবজির দাম? প্রতিদিনই নিত্যপ্রয়োজনীয় সবজির দামে (Vegetable Price) কম-বেশি হেরফের দেখা যাচ্ছে। এখন পটল, ঢেঁড়স, বেগুন, ঝিঙে, আলু, আদা থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় বেশিরভাগ সবজি (Vegetable Price)কিনতে গিয়ে দাম দেখে মাথায় হাত পড়েছে আমজনতার (Vegetable Price)। তবে কিছুটা দাম কমেছে আনাজের৷ 

আজ সোমবার বেগুন মিলছে ৪০ টাকায়। বড় পেঁয়াজের দাম কমে প্রতি কেজির হয়েছে ২৫ টাকা ও ছোট পেঁয়াজ প্রতি কেজিতে মিলছে ৭০ টাকায়। অন্যদিকে কেজি দরে আদা পাওয়া যাচ্ছে ২৪০ টাকায়। এদিকে আলু প্রতি কেজিতে পাওয়া মিলছে ২০ টাকায়। গাজর ৫০ টাকায়, লঙ্কা ৪০ টাকা, করলার দাম কমে হয়েছে ২০ টাকা, বিনস ৪৫ টাকা ও ক্যাপসিকাম ৫৫ টাকা।

   

এছাড়াও কুমড়ো বিক্রি হচ্ছে ২০ টাকা কিলো দরে। পটল,কচু ও ঝিঙের দাম প্রায় এক। এদিকে ভালো সাইজের ফুলকপি প্রতি পিস বিক্রি হচ্ছে ৪৫ টাকার ওপরে। বাঁধাকপি প্রতি কেজিতে মিলছে ২৫ টাকায়। অন্যদিকে ১ কেজি মটরশুঁটি পাওয়া যাচ্ছে ৮০ টাকায়। দেখা যাচ্ছে, আজকে গতকালের মতোই অপরিবর্তিত রয়েছে বিভিন্ন সবজির দাম (Vegetable Price)। তবে এখনও পর্যন্ত লাগাতার দাম বৃদ্ধি হচ্ছে বিভিন্ন সবজির (Vegetable Price)।

তবে পুজোর মধ্যে ব্যবসায়ীরা যাতে আর দাম বৃদ্ধি করতে না পারে তার জন্য বেশ কিছুদিন আগে বিভিন্ন বাজারে নজরদারি চলেছে টাস্ক ফোর্সের। এমনকি এ নিয়ে ডাকা বৈঠকে রাজ্যে সুফল বাংলার স্টলের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এরই মধ্যে পুজোর মধ্যে ও পরে সবজির দাম একটু হলেও কমে যাওয়ায় বর্তমানে খুশির জোয়ারে ভাসছেন ক্রেতা থেকে বিক্রেতারা।