পঞ্চমীতেই মধ্যবিত্তের মুখে ফুটল হাসি, দাম কমল সবজির

আজ মহাপঞ্চমী৷ পুজো শুরুর পাশাপাশি রয়েছে দারুণ এক সুখবর৷ মধ্যবিত্তের হাতের নাগালে সবজির দাম৷ টানা কয়েকদিন ধরেই চলছিল বৃষ্টি৷ তার উপর দোসর ছিল ডিভিসির জল…

Vegetable Prices Drop Again on the Second Day of the Week

আজ মহাপঞ্চমী৷ পুজো শুরুর পাশাপাশি রয়েছে দারুণ এক সুখবর৷ মধ্যবিত্তের হাতের নাগালে সবজির দাম৷ টানা কয়েকদিন ধরেই চলছিল বৃষ্টি৷ তার উপর দোসর ছিল ডিভিসির জল ছাড়া৷ বন্যার জল্য প্লাবিত হয়ে পড়েছিল একাধিক জেলা৷ ফলে ফসলের জমি একেবারে জলের তলায় চলে গিয়েছিল৷ যার জেরে হু-হু করে বাড়তে শুরু করে দিয়েছিল সবজির দাম (vegetable price)৷ তবে আজ পঞ্চমীতে সকলের মুখেই হাসি ফুটেছে৷ কারণ কিছুটা দাম কমেছে আনাজের (vegetable price)৷

শুধু সবজি নয়, প্রায় প্রতিদিন হু হু করে দাম বাড়ছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের। তবে আজ মধ্যবিত্তের মুখে হাসি ফুঁটেছে৷ কারণ দাম কমেছে সবজি বাজারের(vegetable price)৷ তাই পুজোার সময়ে হাতে বাজারের থলি নিয়ে খুব একটা পকেটে টান পড়বে না তা বলাই চলে৷ তবে সকলেই ভাবতে শুরু করে দিয়েছে আজ পঞ্চমীতে কেমন থাকবে সবজির দাম(vegetable price)৷ এখন পটল, ঢেঁড়স, বেগুন, ঝিঙে, আলু, আদা থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় বেশিরভাগ সবজি(vegetable price) কিনতে গিয়ে দাম দেখে মাথায় হাত পড়ত আমজনতার।

   

কিন্তু গতকাল থেকে দাম কমেছে আনাজের(vegetable price)৷ বাজারে কেজি প্রতি বেগুন মিলছে ৪০ টাকায়। বড় পেঁয়াজের দাম কমে প্রতি কেজির হয়েছে ২৫ টাকা ও ছোট পেঁয়াজ প্রতি কেজিতে মিলছে ৭০ টাকায়। অন্যদিকে কেজিদরে আদা পাওয়া যাচ্ছে ২৪০ টাকায়। এদিকে আলু প্রতি কেজিতে পাওয়া মিলছে ২০ টাকায়। গাজর ৫০ টাকায়, লঙ্কা ৪০ টাকা, করলার দাম কমে হয়েছে ২০ টাকা, বিনস ৪৫ টাকা ও ক্যাপসিকাম ৫৫ টাকা। এছাড়াও কুমড়ো বিক্রি হচ্ছে ২০ টাকা কিলো দরে।

পুজোর আগে শাকসবজির মূল্য বৃদ্ধি রুখতে বিভিন্ন বাজার পরিদর্শন করছে সরকারের তৈরি টাস্ক ফোর্স। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে আরও বৃদ্ধি করা হবে সুফল বাংলা স্টলের সংখ্যা। সেখান থেকে ন্যায্য মূল্যে শাকসবজি (vegetable price) কিনতে পারবেন ক্রেতারা। গত কয়েকদিনের তুলনায় কিছুটা হলেও শাকসবজির দাম কমেছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায়। তাই পুজোর আগে খানিকটা স্বস্তিতে মধ্যবিত্ত।