দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিয়ালদহ পাচ্ছে বন্দে ভারত

দীর্ঘ প্রতীক্ষার অবসান! শিয়ালদহ পাচ্ছে বন্দে ভারত।একাধিক বন্দে ভারত (Vande Bharat) পেয়েছে বাংলা। সবটাই হাওড়া থেকে বাংলা সহ বেশ কয়েকটি রাজ্যের মধ্যে চলাচল করে। দীর্ঘদিন…

Sealdah Vande Bharat

দীর্ঘ প্রতীক্ষার অবসান! শিয়ালদহ পাচ্ছে বন্দে ভারত।একাধিক বন্দে ভারত (Vande Bharat) পেয়েছে বাংলা। সবটাই হাওড়া থেকে বাংলা সহ বেশ কয়েকটি রাজ্যের মধ্যে চলাচল করে। দীর্ঘদিন ধরেই দাবি উঠছিল দেশের অন্যতম ব্যস্ততম স্টেশন শিয়ালদহ থেকেও চলুক দেশের প্রথম সেমি বুলেট ট্রেন। এবার সেই দাবিতে পড়ল শিলমোহর। শিয়ালদহ থেকে বিহার পর্যন্ত ছুটবে বন্দে ভারত।

পূর্ব মধ্য রেলওয়ে সহরসা ও শিয়ালদহের মধ্যে বন্দে ভারত ট্রেন (Vande Bharat Train) চলবে। শিয়ালদহের মতোই বিহারের সহরসা থেকে বন্দে ভারত চালানোর দাবি উঠছিল। অবশেষে সেই স্বপ্ন বাস্তব হচ্ছে।বন্দে ভারত ট্রেনটি সহরসা থেকে শিয়ালদহ ভায়া ঝাঝা এবং কিউল হয়ে চলবে। ইতিমধ্যে রেলের তরফে নোটিফিকেশনও জারি করা হয়েছে। খুব শীঘ্রই এই রুটে বন্দে ভারতের ট্রায়াল রান শুরু হয়ে যাবে বলে সূত্রের খবর। গত দুমাস ধরে এই রুটে পাইলটদের ট্রেনিং দেওয়ার প্রক্রিয়াও চলবে। তবে এখনও পর্যন্ত কোনও টাইম টেবিল সম্বন্ধে কিছু স্পষ্ট করা হয় নি।

   

শিয়ালদহ- বিহার বন্দে ভারত এক্সপ্রেস চালানোর আগে যাত্রী নিরাপত্তার সুরক্ষিত করার কাজে বাড়তি জোর দিচ্ছে রেল। বিশেষ করে সিগন্যাল প্যানেল সহ বেশ কয়েকটি দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। শিয়ালদহ রুটে এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হলে বাংলা ও বিহারের মধ্যে দূরত্ব যে আরো কমবে তা নিঃসন্দেহে বলা যায়। তবে আনুষ্ঠানিকভাবে কবে থেকে এই বন্ধে ভারত এক্সপ্রেস যাত্রা শুরু করবে সে সম্বন্ধে এখনো পর্যন্ত কোন মন্তব্য করেনি ভারতীয় রেল।