রাজ্য শিক্ষকদের বদলির ব্যাপারে বিরাট নির্দেশ হাইকোর্টের

রাজ্য শিক্ষকদের জন্য বিরাট খবর! বদলি নিয়ে আর পোয়াতে হবে না হয়রানি। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরেই রাজ্য শিক্ষকদের বদলি সংক্রান্ত বিষয়ের জন্য একটি পোর্টাল…

west bengal teacher transfer

রাজ্য শিক্ষকদের জন্য বিরাট খবর! বদলি নিয়ে আর পোয়াতে হবে না হয়রানি। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরেই রাজ্য শিক্ষকদের বদলি সংক্রান্ত বিষয়ের জন্য একটি পোর্টাল চালু করেন। সেই উৎসশ্রী পোর্টালে (Utsashree Portal) সহজেই বদলির আবেদন করা যেত। রাজ্যের সমস্ত সরকারি এবং সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলের শিক্ষকরা এই পোর্টালে আবেদন করে বাড়ির কাছাকাছি স্কুলে বদলি হতেন। কিন্তু রাজ্যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিভিন্ন মামলার জন্য দীর্ঘদিন এই পোর্টাল বন্ধ থাকার পরে অবশেষে খুলতে চলেছে উৎসশ্রী।

৭৫ লাখের প্যাচওয়ার্ক ‘ভ্যানিশ’! দিশাহারা পুলিশের চিঠি ফিরহাদকে

   

এক মামলাকারীর আইনজীবীর বক্তব্য ‘সম্প্রতি প্রাথমিকের মামলাগুলো শুনছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। তাঁর এজলাসে প্রাথমিকে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে শিক্ষক বদলি সবই বিচার্য ছিল। সেসময় দীর্ঘদিন ‘উৎসশ্রী পোর্টাল’ বন্ধ থাকায় অফলাইনে বদলির আবেদনে আইনি বৈধতা দেন বিচারপতি মান্থা।’ কিন্তু প্রাথমিক ছাড়াও বাকিদের ক্ষেত্রে বদলি নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানান, অফলাইনে বহু বদলি সংক্রান্ত আবেদন জমা পড়েছে। সেগুলি কার্যকর করতে একাধিক তথ্য প্রয়োজন। ওই তথ্য না পেলে বদলির আবেদন কার্যকর করা অসম্ভব। সেকারণেই উৎসশ্রী পোর্টাল খুলে দেওয়ার জন্য রাজ্যের কাছে আবেদন জানিয়েছে পর্ষদ।

Mamata Banerjee: ‘অপদার্থ সরকার’, রেল দুর্ঘটনা নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার

পর্ষদের তরফে এই বক্তব্য শোনার পরই বিচারপতি সিনহা নির্দেশে জানান, কত দিনের মধ্যে উৎসশ্রী পোর্টাল খোলা হবে সেই সংক্রান্ত তথ্য জানাতে হবে পর্ষদকে। তার পরই বদলি সংক্রান্ত মামলাগুলির বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। এই খবর প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া শিক্ষক মহলে।