এবার হ্যাকাররাই করবে দুর্নীতির তদন্ত? চমকে দেওয়া নির্দেশ বিচারপতি মান্থার!

২০১৪-এর প্রাথমিক টেট মামলায় এবার যেন এক নজিরবিহীন রায় দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা (Kolkata High Court On Primary TET scam)। তাঁর মতে সিবিআই…

২০১৪-এর প্রাথমিক টেট মামলায় এবার যেন এক নজিরবিহীন রায় দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা (Kolkata High Court On Primary TET scam)। তাঁর মতে সিবিআই যেহেতু ব্যর্থ, তাই এবার প্রফেশনাল এথিক্যাল হ্যাকার নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। আর তাতেই এবার শুরু হয়ে গিয়েছে শোরগোল।

মেটা ডেটা বা ডিজিটাল ফুটপ্রিন্ট কখনই মুছে ফেলা যায় না, এরকমই অভিমত ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার। এবার নিয়োগ দুর্নীতির (Kolkata High Court On Primary TET scam) তথ্য উদ্ধারের ক্ষেত্রে বিশেষজ্ঞ হ্যাকার নিয়োগের নির্দেশ কার্যত নজিরবিহীন বলেই মনে করছেন আইনি বিশেষজ্ঞরা।

   

রথযাত্রায় বাম্পার সুযোগ, ভারতীয় রেলের জোড়া স্পেশাল ট্রেন! কোথা থেকে কোথায় যাবে?

২০১৪ সালের প্রাথমিক নিয়োগের (Kolkata High Court On Primary TET scam) ক্ষেত্রে যে ওএমআর শীটের উপরে ভিত্তি করে গোটা নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, এবার তার নাগাল পেতে চাইছে হাইকোর্ট। গত দুই বছর ধরে সিবিআই এ বিষয়ে তদন্ত করছে। কিন্তু ওএমআর ডেটা রহস্যের কোনও সমাধান তারা এখনও করে উঠতে পারেনি। এমনকি হার্ডডিস্ক থেকে ডেটা মুছে ফেলার কথাও শোনা গিয়েছে সিবিআই-এর তদন্তকারী অফিসারদের মুখে। সেক্ষেত্রেই রাজাশেখর মান্থা মন্তব্য করেছিলেন মেটা ডেটা কখনোই মুছে ফেলা যায় না।

এবার সেই মামলাতেই রাজশেখর মান্থার পর্যবেক্ষণ, গত দু’বছর ধরে এই ওএমআর শিটের ব্যাপারে তদন্তে সেই অর্থে কোন অগ্রগতি নেই সিবিআই-এর। তাই এবার সিবিআই-এর কোন সরকারি বা বেসরকারী বিশেষজ্ঞ সংস্থার সাহায্য নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। বিচারপতি মান্থা এই বিষয়ে তদন্ত শেষের সময়সীমাও বেঁধে দিয়েছেন।

টাকা চাওয়ার অভিযোগে নাম জড়াল তৃণমূলের অভিনেত্রী-কাউন্সিলরের

গত প্রায় দুবছর ধরে সিবিআই এ বিষয়ে তদন্ত করে কোনওরকম অগ্রগতি করতে পারেনি বলেই তাঁর অভিমত। এবার ছয় সপ্তাহের মধ্যেই এই ওএমআর সংক্রান্ত যাবতীয় তথ্য পুনরুদ্ধার করার নির্দেশ দিলেন বিচারপতি। সেখানেই তাঁর মন্তব্য, প্রয়োজনে কোনও বিশেষজ্ঞ এথিক্যাল হ্যাকার বা সরকারি বা বেসরকারী তথ্য পুনরুদ্ধারকারী সংস্থার সাহায্য নিক সিবিআই। যে করেই হোক নির্দিষ্ট সময়সীমার মধ্যে ওএমআর তথ্য উদ্ধার করতে নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার।