মেট্রো যাত্রীদের জন্য দারুণ সুখবর, এক দারুণ পরিষেবা শুরু করল রেল

মেট্রোরেল যাত্রীদের জন্য রাউল দারুণ সুখবর। এবার আরও এক লাইনে শুরু হল ইউপিআই ভিত্তিক পেমেন্ট ব্যবস্থা। আপনিও যদিও রোজকার মেট্রো যাত্রী হয়ে থাকেন তাহলে আপনার…

মেট্রোরেল যাত্রীদের জন্য রাউল দারুণ সুখবর। এবার আরও এক লাইনে শুরু হল ইউপিআই ভিত্তিক পেমেন্ট ব্যবস্থা। আপনিও যদিও রোজকার মেট্রো যাত্রী হয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর।

কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হল, আজ ২৩ জুলাই মঙ্গলবার থেকে অরেঞ্জ লাইনের (Orange Line) সবক’টি স্টেশনে ইউপিআই পেমেন্ট বেসড টিকিটিং সিস্টেম চালু করা হয়েছে। নিউ গড়িয়া থেকে রুবি অবধি যে মেট্রো পরিষেবা চালু হয়েছে সেটিকে অরেঞ্জ লাইন বলা হয়। যদিও এখনও অবধি এই মেট্রো লাইনে অনেক কাজ বাকি আছে বৈকি।

   

সম্প্রতি এক মেট্রো আধিকারিক ঘোষণা করেছেন যে কলকাতা মেট্রোর আংশিক চালু কমলা এবং বেগুনি লাইনের বাকি কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে।

কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। কাজ শেষ হলে করিডরটি কবি সুভাষ ও কলকাতা বিমানবন্দরকে সংযুক্ত করবে। বর্তমানে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত ৫.৪০ কিলোমিটার দীর্ঘ রেলপথ চালু রয়েছে। মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি উদ্বোধন করেছিলেন। এই করিডরটি নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (দমদম বিমানবন্দর) থেকে সহজেই যাতায়াতের সুবিধা দেবে।

নিউ গড়িয়া (কবি সুভাষ) থেকে রুবি মোরে (হেমন্ত মুখোপাধ্যায়) স্টেশন পর্যন্ত ৫.৪০ কিলোমিটার রেল পরিষেবা ইতিমধ্যেই চালু হয়েছে। এখন দেশের প্রাচীনতম মেট্রো নেটওয়ার্কটি হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত আরও ৪.৩৯ কিলোমিটার প্রসারিত চালু করার প্রক্রিয়াধীন রয়েছে। হেমন্ত মুখোপাধ্যায়-বেলেঘাটা বিভাগ ইতিমধ্যেই চালু হওয়ার জন্য সিসিআরএস-এর অনুমোদন পেয়েছে। এই বর্ধিত প্রসারিত অংশে বাণিজ্যিক পরিষেবাগুলি শীঘ্রই শুরু হবে।