SSC Scam: হাই কোর্টে নিজের কল্পিত ‘রঞ্জন’কে চিনতে পারলেন না উপেন বিশ্বাস

এই কি রঞ্জন ওরফে চন্দন? প্রাক্তন সিবিআই কর্তা তথা প্রাক্তন তৃণমূলী মন্ত্রী উপেন বিশ্বাসের তরফ থেকে এল না উত্তর। তিনি চিনতেই পারলেন না তাঁর কল্পিত…

SSC Scam: হাই কোর্টে নিজের কল্পিত 'রঞ্জন'কে চিনতে পারলেন না উপেন বিশ্বাস

এই কি রঞ্জন ওরফে চন্দন? প্রাক্তন সিবিআই কর্তা তথা প্রাক্তন তৃণমূলী মন্ত্রী উপেন বিশ্বাসের তরফ থেকে এল না উত্তর। তিনি চিনতেই পারলেন না তাঁর কল্পিত রঞ্জনকে। কলকাতা হাই কোর্টের এজলাসে সবাই হতবাক।

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের কাছে এই রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের কথা প্রথম তুলে ধরেন প্রাক্তন সিবিআই অফিসার উপেন্দ্রনাথ বিশ্বাস। তিনি বলেন, টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দিতেন চন্দন মণ্ডল ওরফে রঞ্জন। এমনকি চাকরি না দিতে পারলে এই টাকা সুদ সমেত ফেরত দিতেন তিনি। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় এই মুহুর্তে ৪৩ হাজার চাকরি প্রার্থীদের নিয়োগপত্র সিবিআইয়ের স্ক্যানারে।

আদালতে হাজিরা দেন রঞ্জন ওরফে চন্দনুয়া। এজলাসে উপস্থিত হয়ে চন্দন মণ্ডল বলেন, দু’বার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এদিন আদালতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিজ্ঞাসা করেন, আপনার বিরুদ্ধে কী অভিযোগ তা জানেন? জবাবে চন্দন বলে, তিনি জানেন না উপেন বিশ্বাস তাঁকে একটি ভিডিওর মাধ্যমে ভাইরাল করে দিয়েছেন।

Advertisements

চন্দন মণ্ডলের দাবি, আমি কারোর থেকে টাকা নিইনি এবং কাউকে চাকরি পাইয়েও দিইনি। বিচারপতি উপেন বিশ্বাসকে জিজ্ঞেস করেন, তিনি রঞ্জন মণ্ডলকে চিনতে পারছেন কি না। তখন উপেন বিশ্বাস বলেন, আমি এনাকে চিনতে পারছি না। চন্দন মণ্ডলের বক্তব্য, হ্যাঁ আমরা কখনই পরস্পরের সম্মুখীন হইনি। আমরা তাই পরস্পরকে চিনি না।

এদিনই বাগদায় রঞ্জন ওরফে চন্দনের বাড়িতে উপস্থিত হন ইডির আধিকারিকরা। টাকার বিনিময়ে প্রাথমিক শিক্ষক পদে চাকরি দেওয়া অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।