Buddhadeb Bhattacharya: ১৮ ঘণ্টা ভেন্টিলেশনের বাইরে বুদ্ধবাবু

প্রায় ১৮ ঘণ্টা ধরে ভেন্টিলেশন থেকে বের করে বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে (Former CM Buddhadeb Bhattacharya)।

Buddhadeb Bhattacharya

short-samachar

প্রায় ১৮ ঘণ্টা ধরে ভেন্টিলেশন থেকে বের করে বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে (Former CM Buddhadeb Bhattacharya)। আগের চেয়ে কিছুটা স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য। মঙ্গলবার সকালে মেডিক্যাল বোর্ডের সদস্যরা প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যপরীক্ষা করবেন। নতুন করে কোনও পরীক্ষা করানোর প্রয়োজন আছে কি না তাও জানাবেন চিকিৎসকরা।

   

ফুসফুসে নতুন করে সংক্রমণ ছড়ায়নি, শ্বাসকষ্টও কিছুটা কমেছে। বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। হাসপাতাল সূত্রে খবর, আজ সকালে বেশ কিছু রক্ত পরীক্ষা হবে। তার রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।

বুদ্ধবাবুকে এখনই সঙ্কটমুক্ত বলছে না মেডিক্যাল বোর্ড। তবে সাড়া দিচ্ছেন চিকিৎসায়। রাতে রাইস টিউব দিয়ে খাওয়ানো হয়েছে তাকে। সোমবারই বুকের সিটি স্ক্যান করা হয়। সে রিপোর্ট সন্তোষজনক। যে অ্যান্টিবায়োটিক তাকে দেওয়া হচ্ছিল তা কাজে লেগেছে।

গত শনিবার শ্বাসকষ্ট নিয়ে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। ভর্তির সময় তার শারীরিক অবস্থা ছিল যথেষ্ট সঙ্কটজনক। সে কারণে প্রথমে নন-ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হলেও পরে ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয় তাকে।‌

সোমবার আবারও নন-ইনভেসিভ ভেন্টিলর সাপোর্টে রাখা হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। তার রক্তচাপ নর্মাল, পালস রেটও নর্মাল। তবে স্টেরয়েড দেওয়ার কারণে প্রথমে সুগার কিছু বেড়েছিল। তবে তা ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে। ভাল হচ্ছে শারীরিক অবস্থা। তবে তিনি পুরোপুরি সঙ্কটমুক্ত তা বলছে না তার চিকিৎসার জন্য তৈরি হওয়া বিশেষ মেডিক্যাল বোর্ড।