সপ্তাহের প্রথম দিনই ভোগান্তি শিয়ালদহ মেন শাখায়! জেনে নিন ভোগান্তির কারণ

দেরিতে চলছে অধিকাংশ লোকাল ট্রেন। শিয়ালদহ আপ এবং ডাউন শাখায় সব ট্রেনেই গড়ে ১৫-২০ মিনিট লেটে চলছে। কিন্তু কেন? কারণ নিয়ে মুখে কুলুপ এঁটেছে রেল।…

Local Trains Diverted from Sealdah South Line for 52 Hours

short-samachar

দেরিতে চলছে অধিকাংশ লোকাল ট্রেন। শিয়ালদহ আপ এবং ডাউন শাখায় সব ট্রেনেই গড়ে ১৫-২০ মিনিট লেটে চলছে। কিন্তু কেন? কারণ নিয়ে মুখে কুলুপ এঁটেছে রেল। সপ্তাহের প্রথম দিনে এমন ভোগান্তি নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। রেলের সূত্রে কিছু জানা না গেলেও একাংশের যাত্রীর অভিযোগ, এটাই রেলের বৈশিষ্ট্য। সময়মতো ট্রেন চলে না আর অন্যদিকে সব ট্রেন ১২ কোচের মানে বিলাসিতা।

   

জানা গিয়েছে, ৯.১৫ মিনিটের কল্যাণী শিয়ালদহ লোকাল ৩২ মিনিট দেরিতে চলছে। ৮.৩৫ মিনিটের শান্তিপুর লোকাল ২৫ মিনিট দেরিতে চলছে। ১০.৪৭ মিনিটের নৈহাটি শিয়ালদহ লোকাল ১৮ মিনিট দেরিতে চলছে বলে জানা গিয়েছে। অন্যদিকে ৮.২৫ মিনিটের শিয়ালদহ শান্তিপুর লোকাল ২৫ মিনিট দেরিতে চলছে বলে খবর। ৮.৪৫ মিনিটের গেদে শিয়ালদহ লোকাল ১৫ মিনিট দেরিতে চলছে বলে জানা গিয়েছে।

একেবারে নতুনভাবে ধরা দেবে দিঘার সমুদ্র সৈকত! বেনজির উদ্যোগ প্রসাশনের

সময় যত গড়াচ্ছে গাড়ির চাকা ধীর গতি হচ্ছে বলে জানা যাচ্ছে। সপ্তাহের প্রথম দিনই প্রবল ভিড় উপেক্ষা করে কাজে যেতে হচ্ছে। অনেক যাত্রীদের কথায়, এটাই তো রেলের স্বাভাবিক সময়। অন্তত ১৫-২০ মিনিট দেরিতে ট্রেন চালানো। সঙ্গে অনেকে অভিযোগ তুলেছে রেলের সুরক্ষা নিয়ে। গতকালই জানা গিয়েছিল সময়ের আগেই শিয়ালদহ শাখায় সব ট্রেন ১২ কোচের শুরু হয়ে গিয়েছে। কিন্তু সেই বিষয়ে যাত্রীদের কোনও বক্তব্য নেই। তাঁদের একটাই দাবি ট্রেন সময়ে চলুক।