আজ উল্টোরথ (Ulto Rath)। রাজ্যের নানা প্রান্তের মতো কলকাতাতেও দিনভর আয়োজিত হচ্ছে একাধিক ধর্মীয় শোভাযাত্রা। রথযাত্রার পুনর্মিলনের দিনে প্রভুর শোভাযাত্রা উপলক্ষে শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচলে প্রভাব পড়বে বলে আগেই জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। নানা রাস্তায় তৈরি হতে পারে অস্থায়ী যানজট। ফলে শহরবাসীদের জন্য সময় মতো গন্তব্যে পৌঁছতে কিছুটা পরিকল্পনা মাফিক রুট বেছে নেওয়া জরুরি।
নিচে সময় অনুযায়ী, শোভাযাত্রার পথ এবং প্রভাবিত রাস্তার তালিকা দেওয়া হল:
দুপুর ১টা:
আউটরাম রোড থেকে শুরু করে শোভাযাত্রা যাবে জহরলাল নেহরু রোড, ডোরিনা ক্রসিং ও এস এন ব্যানার্জী রোড ধরে। এরপর পার্ক সার্কাস সেভেন পয়েন্ট হয়ে যাবে শেক্সপিয়ার সরণি ধরে হাঙ্গারফোর্ড রোডে। এই সময়ে পার্ক স্ট্রিট, শেক্সপিয়ার সরণি ও এস এন ব্যানার্জী রোডে যানজটের সম্ভাবনা প্রবল।
দুপুর ৩টে:
একটি শোভাযাত্রা হরিসভা স্ট্রিট থেকে শুরু হয়ে রামগোপাল স্ট্রিট, তারপর হেমচন্দ্র স্ট্রিট হয়ে পৌঁছবে দেব রোডে।
একই সময়ে আরেকটি শোভাযাত্রা দিলারজাং রোড হয়ে টালা ব্রিজ, বি টি রোড ও বাগবাজার হয়ে পৌঁছবে কাশীপুর রোডে। এই রুটে টালা ব্রিজ ও বি টি রোডে যান চলাচলে প্রভাব পড়তে পারে।
দুপুর ৪টে:
আরেকটি শোভাযাত্রা বিধান সরণি থেকে শুরু হয়ে হাতিবাগান, খান্না, অরবিন্দ সরণি, আরজি কর রোড, বেলগাছিয়া রোড হয়ে পাইকপাড়া মোড় ও আর এম রোডে পৌঁছবে।
একই সময়ে অন্য শোভাযাত্রা শুরু হবে মহারাজা স্ট্যাগর রোড থেকে। সেটি বাবুবাগান লেন, ঢাকুরিয়া পোস্ট অফিস ও গড়িয়াহাট রোড সাউথ হয়ে পৌঁছবে জোধপুর পার্কে।
তবে আরও একটি মিছিল দুপুর ৪টেয় মারর্সডেন স্ট্রিট থেকে শুরু হয়ে রফি আহমেদ কিদওয়াই রোড, এলিয়ট রোড হয়ে পৌঁছবে ওয়েলেসলি স্কোয়ারে।
দুপুর ৪.৩০টে:
ডি এইচ রোড থেকে শুরু করে শোভাযাত্রা যাবে শিলপাড়া, শখের বাজার ও বেহালা চৌরাস্তার দিকে। ফলে দক্ষিণ-পশ্চিম কলকাতায় যানজটের সম্ভাবনা রয়েছে।
রাত ৮.৪৫:
শেষ পর্বের শোভাযাত্রা শুরু হবে এস পি মুখার্জী রোড থেকে এবং তা পৌঁছবে দেশপ্রাণ শাসমল রোডে। এই সময়ে দক্ষিণ কলকাতার এই অংশেও যান চলাচল ব্যাহত হতে পারে।
ট্রাফিক পুলিশের বার্তা:
কলকাতা পুলিশ শহরবাসীদের অনুরোধ করেছে, যারা জরুরি প্রয়োজনে বেরোবেন, তারা যেন বিকল্প রুট ব্যবহার করেন। যেকোনও পরিস্থিতিতে গুগল ম্যাপ ও কলকাতা পুলিশের অফিশিয়াল ট্রাফিক আপডেট দেখে তবেই রাস্তায় নামার পরামর্শ দেওয়া হয়েছে।
কী করবেন যাত্রীদের:
দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত উল্লিখিত রাস্তাগুলি এড়িয়ে চলুন।
পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করলে বাস বা মেট্রো সময়সূচি আগেই জেনে নিন।
প্রয়োজনে ইএম বাইপাস, চিংড়িঘাটা, বাইপাস সংলগ্ন লিংক রোডগুলো বেছে নেওয়া যেতে পারে বিকল্প হিসেবে।