ভোট মিটতেই আবার খবরের শিরোনামে উদয়ন গুহ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে পাঁচ কোটি চেয়ে হুমকি চিঠি। এই খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। বুধবার সকালে সমাজ মাধ্যমে একটি চিঠির ছবি পোস্ট করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। কেএলও-র তরফে প্যাডে এই চিঠি। সেখানে স্পষ্টভাবে তাঁদের সংগঠনের জন্য উদয়ন গুহর কাছে ৫ কোটি টাকা দাবি করা হয়েছে। সময় বেঁধে দেওয়া হয়েছে ১০ দিন।
তিনি সমাজ মাধ্যমে সেই ছবি পোস্ট করে লেখেন, ” সকালে ঘুম থেকে উঠেই পেলাম হালখাতার চিঠি। কোনও এক কোচ আর্মির একাউন্ট থেকে এই চিঠিটি হোয়াটস অ্যাপে পাঠিয়ে ওদের স্বাধীনতা আন্দোলনের জন্য ১০ দিনের মধ্যে মাত্র ৫ কোটি টাকা চাওয়া হয়েছে।” কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের (কেএলও) গোষ্ঠীর প্যাডে ওই চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে লেখা রয়েছে, গত ১৯৯৩ সাল থেকে তারা এই যুদ্ধ চালিয়ে আসছেন। তার সহযোগিতা করার জন্য আগামী ১০ দিনের মধ্যে ৫ কোটি টাকা দেওয়ার আবেদন জানানো হয়েছে। প্রসঙ্গত পঞ্চায়েত ভোটের আগেও এই গোষ্ঠী মাথাচাড়া দিয়েছিল।
এই গোটা বিষয়টি পুলিশকে জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। বুধবার সকালে উদয়ন গুহের হোয়াটসঅ্যাপে ওই চিঠি আসে। যদিও এই বিষয়ে তিনি খুব একটা পাত্তা দিতে নারাজ। এর আগেও একাধিকবার মোবাইলে হুমকি দেওয়া হয়েছে। কখনও হিন্দিতে কথা বলে হুমকি দেওয়া হয়। লোকসভা নির্বাচনের আগেও তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।